Headlines
Loading...
কাদা জমিতে নেমে নিজের হাতে ধান রোপন করলেন কৃষিমন্ত্রী

কাদা জমিতে নেমে নিজের হাতে ধান রোপন করলেন কৃষিমন্ত্রী



পিয়ালী দাস, বীরভূমঃ কৃষি মন্ত্রীর হাত ধরে বীরভূমের কৃষকদের জীবন যাত্রায় যে আমূল পরিবর্তন আসতে চলেছে তা এককথায় বলাই যায়। মাসখানেক আগেই কৃষিমন্ত্রীর হাত দিয়ে বীরভূমের সর্বপ্রথম উদ্বোধন হয়েছিল কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের। উপকৃত হচ্ছে কয়েক লক্ষ কৃষক। সমস্ত রকম কৃষিজাত পণ্য চাষের ক্ষেত্রে উন্নত পদ্ধতিতে কিভাবে চাষ করা যায়, মূলত এই বিষয়ে দেওয়া হয় প্রশিক্ষণ। শুধু চাষ করাই নয় ,চাষ করার সাথে সাথে উন্নতমানের বীজ এর ব্যবহা্‌ আধুনিক পদ্ধতিতে চাষ এই দুটিই হল মূল লক্ষ্য কৃষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে। 


কৃষকরা যাতে আধুনিক যন্ত্রপাতি নিজের হাতে ব্যবহার করতে পারেন তার জন্য শনিবার একটি মিনি ধান রোপন মেশিন এর উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি। শুধুমাত্র উদ্বোধনই নয়, কৃষকদের উদ্দেশ্যে নিজের হাতে চালিয়েও দেখালেন জমির মধ্যে কিভাবে ব্যবহার করতে হয় এই মেশিন। স্বয়ং কৃষিমন্ত্রী যে এইভাবে কাদা জমিতে নেমে কৃষকদের প্রশিক্ষণ দেবেন এই ঘটনা উপস্থিত সকলেক অবাক করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});