Headlines
Loading...
উচ্চ মাধ্যমিকে ৪৫০ পেয়েও অনিশ্চিত উচ্চশিক্ষা কাটোয়ার মুস্থুলির বৈশাখী মণ্ডলের

উচ্চ মাধ্যমিকে ৪৫০ পেয়েও অনিশ্চিত উচ্চশিক্ষা কাটোয়ার মুস্থুলির বৈশাখী মণ্ডলের



গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বৈশাখী মণ্ডল এবছর উচ্চ মাধ্যমিকে ৪৫০ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে।বৈশাখীর বাড়ি মুস্থূলী গ্রামে। বাবা সুফল মণ্ডল তাঁত বোনেন ।মা সুমিত্রা মণ্ডল চরকা পাকায়।কোনোরকমে দিনচলে পরিবারের। বৈশাখীও দিনরাত চরকা পাকিয়ে সংসারে সাহায্য করে,পাশাপাশি নিজের পড়াশুনো চালিয়ে গেছে। বৈশাখী বাংলায় পেয়েছে ৮৬,ইংরাজী ৮০,শিক্ষাবিজ্ঞান ৯৩,ভূগোল ৯২,ইতিহাস ৮৫,রাষ্ট্রবিজ্ঞান ৯৪।

বাবা সুফল মণ্ডল বলেন,মেয়ে ভাল রেজাল্ট করেছে, কিন্তু আমরা গরীব মানুষ আর মেয়েকে পড়াতে পারব না। যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলেই সম্ভব মেয়েকে পরান। মা সুমিত্রা মন্ডল আক্ষেপ করে বলেন,আমরা আর মেয়েকে উচ্চ শিক্ষিত করতে পারব না।কেউ সাহায্য করলে ভাল হয়।

বৈশাখী মণ্ডল বলে,আমি বাংলা নিয়ে পড়ে আদর্শ শিক্ষিকা হতে চাই। কিন্তু আমারা বড় গরীব,অসহায়। তাই আর মনে হয় আমার পড়া হবে না। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});