গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ শুক্রবার ২০১৮ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হল। পূৃর্ব-বর্ধমানের কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়তনের ছাত্র দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য ষষ্ঠ স্থান অধিকার করেছে। দেবজ্যোতির প্রাপ্ত নম্বর ৪৮৫। স্বভাবতই খুশি স্কুলের শিক্ষিক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,মা, আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা। সরকারী ভুমি রাজস্ব দপ্তরের কাজ করেন মা সোমা বন্দ্যোপাধ্যায়। বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিন বছর আগে মারা যান। দেবজ্যোতির বাড়ি কাটোয়া পৌরসভার ১২নম্বর ওয়ার্ডে। দেবজ্যোতি প্রতিটি বিষয়ে ভাল নম্বর পেয়েছে। বাংলায় ৯৫,ইংরাজি ৯৭,রসায়ন বিজ্ঞান ৯৭,অঙ্ক ১০০,ভৌত বিজ্ঞান ৯৩,জীবন বিজ্ঞান ৯৬।
ফোনে এই প্রতিবেদককে মা সোমা দেবি বলেন,ছেলের সাফল্যে আমি খুব খুশি। কিন্তু এরকম খুশীর দিনে ওর বাবা না থাকায় খুবই মর্মাহত। তিনি বলেন,দেবজ্যোতি এখন কাটোয়ায় নাই। রাজস্থানের কোটায় আই আই টি আই-য়ের কোচিং -এ আছে।
কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিণ্টু কুমার সিনহা বলেন,'আমরা খুবই উচ্ছসিত এরকম ফলাফলে।দেবজ্যোতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি'। পাশাপাশি তিনি বলেন,বিদ্যালয় থেকে এবারে ৩০৫জন পরীক্ষা দিয়েছিল।তারমধ্যে পাশ করেছে ২৬৯ জন।

