Headlines
Loading...
বীরভূমের সোহম ৬৮১ পেয়ে সম্ভব‍্য নবম,শুভম ৬৮০ পেয়ে সম্ভব‍্য দশম

বীরভূমের সোহম ৬৮১ পেয়ে সম্ভব‍্য নবম,শুভম ৬৮০ পেয়ে সম্ভব‍্য দশম


ফোকাস বেঙ্গল ডেস্ক,বীরভূমঃ আজ প্রকাশিত হল ২০১৮ সালের মাধ্যমিক এর ফল। বীরভূমের সিউড়ি চন্দ্র গতি হাই স্কুলের ছাত্র সোহম আহমেদ ৬৮১ পেয়ে সম্ভব‍্য নবম স্থান অধিকার করেছে। সোহমের বাবা এম ডি সালেম তিনি পেশায় সরকারি কর্মচাড়ি এবং মা গৃহবধূ।


পাশাপাশি ৬৮০ পেয়ে সম্ভব‍্য দশম স্থান অধিকার করেছে বক্রেশ্বর বি.কে.টি.পি.পি স্কুলের ছাত্র শুভম রায়। সুভমের বাবা পরিমল রায় পেশায় লটারি ব‍্যাবসায়ি। দুই কৃতি ছাত্রই ভবিষ্যতে ডাক্তার হতে চায় বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});