Headlines
Loading...
সন্দেহের বশে স্ত্রীকে পিটিয়ে খুন করলো স্বামী,গ্রেফতার অভিযুক্ত

সন্দেহের বশে স্ত্রীকে পিটিয়ে খুন করলো স্বামী,গ্রেফতার অভিযুক্ত


ফোকাস বেঙ্গল ডেস্ক, বীরভূমঃ বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহে স্ত্রীকে পিটিয়ে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার গোকডিহি গ্ৰামে। ঘটনার পর অভিযুক্ত বাক্তির উপযুক্ত শ্বাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। লাভপুর থানার পুলিশ ইতমধ্যেই অভিযুক্ত সদানন্দ মন্ডল কে গ্রেফতার করেছে ।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত স্বামী সদানন্দ মন্ডল বিয়ের পর থেকেই স্ত্রী বিউটি মন্ডল কে নানান কারণে মারধর ও অত‍্যাচার করতো। লাভপুর থানার পুলিশ সূত্রে খবর, বেশকয়েক দিন ধরেই অভিযুক্ত সদানন্দ তার স্ত্রী বিউটি কে মারধর করছিল বিউটির বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সেই সন্দেহে। গতকাল কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীর উপর চড়াও হন স্বামী এবং ব‍্যাপক মারধর করে। তখনই সাবলের আঘাত লাগায় বিউটি মন্ডলের মৃত্যু হয়। শনিবার ভোরে এরপর স্বামী নিজেই থানায় ফোন করে ঘটনাটি জানায়। লাভপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে এসে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত কে আটক করে নিয়ে যায়। যদিও এখনো স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো প্রমাণ দিতে পারেনি স্বামী সদানন্দ বলে পুলিশ সূত্রে জানা গেছে। অর্থাৎ কেবলমাত্র সন্দেহের বসেই খুন করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার জেড়ে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});