
পিয়ালী দাস, বীরভূমঃ সরকারি বাসের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা মহিলা ও তার ন বছরের সন্তান মারা যাওয়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল সিউড়ির এসপি মোড় এলাকা। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার সামনে পিছু হটতে বাধ্য হয়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে নামানো হলেও ৬০ নম্বর জাতীয় সড়কে কামালপুর এর কাছে শুরু হয় একটার পর একটা বাস আটকে উত্তেজিত জনতার ভাঙচুর। সেখানে নতুন করে একটি সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আরো দুটি বাসে ভাঙচুর শুরু হয়।বিশাল পুলিশ বাহিনী এরপর পুরো এলাকা ঘিরে নেয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় জলকামানও। শুরু হয় পুলিশের লাঠিচার্জ এবং ধরপাকড়। এই মুহূর্তে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ পথ অবরোধ তুলে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বহরমপুর থেকে দুর্গাপুর গামী একটি সরকারি বাস প্রচন্ড গতিতে আসার সময় সিউড়ির এস.পি. মোড়ের কাছে ধাক্কা মারে এক অন্তঃসত্ত্বা মহিলা ও তার ন বছরের সন্তানকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও সন্তানের। ওই অন্তঃসত্ত্বা মহিলা সিউড়ি সদর হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে কামালপুরে নিজের বাড়ি ফিরছিলেন। ঘটনার পর উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর শুরু করে। ইতিমধ্যেই বেগতিক দেখে সরকারি বাসের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বহরমপুর থেকে দুর্গাপুর গামী একটি সরকারি বাস প্রচন্ড গতিতে আসার সময় সিউড়ির এস.পি. মোড়ের কাছে ধাক্কা মারে এক অন্তঃসত্ত্বা মহিলা ও তার ন বছরের সন্তানকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও সন্তানের। ওই অন্তঃসত্ত্বা মহিলা সিউড়ি সদর হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে কামালপুরে নিজের বাড়ি ফিরছিলেন। ঘটনার পর উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর শুরু করে। ইতিমধ্যেই বেগতিক দেখে সরকারি বাসের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
