
ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার রাত পোহালেই শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে, অনলাইনে, এসএমএস-এ ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,২৬, ০২৬। এই সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ৫৩ হাজার বেশি। ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৪ লক্ষ ২০ হাজার এবং ৩ লক্ষ ৮০ হাজার।
সকাল ১০ টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গিয়েছে, সকাল ১০ টার মধ্যে সংসদের ওয়েবসাইটে ফলাফল আপলোড করে দেওয়া হবে। শুক্রবারই বেলা ১১ টা থেকে স্কুলগুলিতে মার্কশিট বিতরণ করা হবে।
ফলাফল জানার জন্য ওয়েবসাইটগুলি হল :
http:// wbresults.nic.in/highersecondary/wbhsres.htm, www.exametc.com, www.knowyourresult.com, http:// wb12.knowyourresult.com, http:// www.indiaresults.com, www.schools9.com, www.manabadi.com, www.examresults.net, www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net, www.resultsout.com
সাইটগুলির নির্দিষ্টস্থানে গিয়ে রোল নম্বর দিলেই পরীক্ষার্থী কিংবা পরিবারের সদস্যরা রেজাল্ট সম্পর্কে তথ্য পাবেন। ওয়েবসাইট ছাড়াও এসএমএস-এও ফলাফল জানা যাবে। এসএমএস-এ ফল জানতে টাইপ করতে হবে, SMS WB 12 স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 56263 নম্বরে। তারপরই পাল্টা এসএমএসে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
