Headlines
Loading...
হৃদযন্ত্রে বাইপাস সার্জারির পর বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি আভাষ ভট্টাচার্য সুস্থ

হৃদযন্ত্রে বাইপাস সার্জারির পর বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি আভাষ ভট্টাচার্য সুস্থ

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ হৃদযন্ত্রে বাইপাস সার্জারির পর বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তথা এআইসিসি- এর সদস্য আভাষ ভট্টাচার্য সুস্থ আছেন বলে কলকাতার বি এম বিড়লা হাসপাতাল কতৃপক্ষ শনিবার জানাল। 

আভাষ বাবুর ছেলে সম্রাট ভট্টাচার্য জানিয়েছেন, গত বুধবার বর্ধমানের অনাময় সুপার স্পেসালিটি হাসপাতাল থেকে রেফার করে দেওয়ার পর সরাসরি কলকাতার বি এম বিড়লা হাসপাতালে ভর্তি করান হয়েছিল বাবাকে। ডাক্তার রতন কুমার দাসের তত্ত্বাবধানে শুক্রবার সফল হার্ট বাইপাস সার্জারি হয়। এই মুহূর্তে তিনি সুস্থ আছেন। 

সম্রাট জানিয়েছেন, আভাষ বাবুর শারীরিক অসুস্থতার খবর পেয়ে বর্ধমান এবং কলকাতার বহু রাজনৈতিক বাক্তি, শুভাকাঙ্ক্ষী মানুষ হাসপাতালে এসেছিলেন। দিল্লি থেকে আভাষ ভট্টাচার্যের খোঁজ নিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জি। তিনি হাসপাতাল কতৃপক্ষ এর সঙ্গেও কথা বলেন। সম্রাট জানিয়েছেন, বাবার চিকিৎসার প্রয়োজনে বর্ধমানের বেশ কয়েকজন সাংবাদিক কলকাতায় গিয়ে রক্ত দিয়ে আসেন। এছারাও কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রি আভাষ বাবুকে দেখতে হাসপাতালে এসেছিলেন।   
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});