Headlines
Loading...
ছোবল মারার পর সাপকেই ধরে ছুট হাসপাতালে,চাঞ্চল্য সিউরিতে

ছোবল মারার পর সাপকেই ধরে ছুট হাসপাতালে,চাঞ্চল্য সিউরিতে



ফোকাস বেঙ্গল ডেস্ক, বীরভূমঃ বাড়িতে সাপের ছোবল খাওয়ার পর সাপকে কলসিতে ভরে নিয়ে সোজা ছুট হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি শহরের বারুইপাড়াতে। সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিউড়ি হাসপাতালে। যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সাপটিকেও বনদপ্তর থেকে  উদ্ধার করা হয়েছে।

অভিজিৎ মাল, বয়স ২১ বছর। বীরভূম মহাবিদ্যালয়ের ছাত্র সে । এদিন সকালে তাদের একটি ঘরে অভিজিৎ খাওয়ার জন্য মুড়ি বের করতে গিয়েছিল। ঠিক সেই সময় ড্রাম থেকে মুড়ি বের করতে গিয়ে একটি মাঝারি মাপের গোখরো সাপ তাকে ছোবল মারে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে সাপটিকে ধরে কলসিতে ভরে কাপড় দিয়ে মুখ বন্ধ করে দেয়। অভিজিৎকে দ্রুত সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে কলসিতে ভরা সাপটিকেও। এহেন কাণ্ড দেখে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা সাময়িক আতঙ্কিত হয়ে পড়েন। তারা অভিজিতের চিকিৎসা শুরু করেন। অন্যদিকে সাপটির জন্য বনদপ্তরের খবর দেওয়া হয়। 


স্থানীয় সর্প বিশেষজ্ঞ হিসেবে খ্যাত শিক্ষক দীনবন্ধু বিশ্বাস আসেন হাসপাতালে। তিনি সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল।তবে ঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ার জন্য সে বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});