Headlines
Loading...
বর্ধমান মেডিকেলে গত তিন দিনে প্রায় ৯০ জন ডাইরিয়ায় আক্রান্ত রোগী ভর্তির ঘটনায় চাঞ্চল্য

বর্ধমান মেডিকেলে গত তিন দিনে প্রায় ৯০ জন ডাইরিয়ায় আক্রান্ত রোগী ভর্তির ঘটনায় চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গত বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডাইরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৯০ জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছরিয়েছে বর্ধমান পুর এলাকা সহ আশপাশের বেশ কিছু এলাকায়। আক্রান্তদের মধ্যে পুরুষ,মহিলা ছারাও বেশ কিছু শিশুও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার আমিতাভ সাহা জানিয়েছেন, গত বুধবার ১২ জন, বৃহস্পতিবার ৫৫ জন এবং শুক্রবার ২২ জন পেটে ব্যাথা, বমি ইত্যাদি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে বর্ধমান পুর এলাকার ৭ নং ওয়ার্ডের গুড শেড এলাকার আক্রান্তদের সংখ্যাই বেশি ছিল। গতকাল চিকিৎসার পর ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। তাদেরও খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। আমিতাভ বাবু জানিয়েছেন, সম্ভবত দূষিত জলের কারণে রোগীদের এই উপসর্গ গুলো দেখা দিয়ে থাকতে পারে।

বর্ধমান পুরসভার চেয়ারম্যান ডাঃ স্বরূপ দত্ত জানিয়েছেন, শহরের ৭নং ওয়ার্ডের যে অঞ্চলের মানুষ খুব বেশি আক্রান্ত হয়েছেন, সেই এলাকার জলের পাইপ লাইন ইতিমধ্যেই পরীক্ষা করে দেখা হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, পাইপ লাইনে কোন ত্রুটি ধরা পরেনি। তবে ওই এলাকার মানুষের খাদ্যাভ্যসের কারণে এবং অতিরিক্ত গরম থাকার জন্য কিছু সমস্যা হতে পারে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ওই এলাকায় পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে, দরকার পরলে আরও জল দেওয়া হবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে প্রতিনিয়ত। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});