Headlines
Loading...
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, পাশের হার ৮৩.৭৫ শতাংশ

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, পাশের হার ৮৩.৭৫ শতাংশ

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল । তার সঙ্গে প্রকাশিত হল রাজ্যের সেরা দশের তালিকা । মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে জেলাগুলি । ৫৮ দিনের মাথায় ফল প্রকাশ হল । মোট ৪২টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয় । বাংলা ইংরেজির পাশাপাশি এই প্রথম হিন্দী ভাষায় পরীক্ষা পত্র ছিল । 
৮ লাখ ২৫ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবার । মোট পাশ করেছে ৬ লাখ ৬৩ হাজার ৭৫ জন । পাশের হার ৮৩.৭৫ শতাংশ ।

প্রথম স্থানঃ 
গ্রন্থন সেনগুপ্ত (কলা বিভাগ, জলপাইগুড়ি জেলা স্কুল), প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

দ্বিতীয় স্থানঃ তমলুক হ্যামিলটন হাই স্কুলের ঋত্বিক কুমার সাউ । পাশাপাশি ঋত্বিক বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে । প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ) ।

তৃতীয় স্থানঃ তৃতীয় হয়েছে ২জন । বর্ধমান মিউনিসিপল হাইস্কুলের ছাত্র তিমির বরণ দাস ও রামকৃষ্ণ বিদ্যাভবনের ছাত্র শাশ্বত রায় । প্রাপ্ত নম্বর ৪৯০ ।

চতুর্থ স্থানঃ চতুর্থ হয়েছে ৫জন । ইসলামপুর হাইস্কুল (উত্তর দিনাজপুর)-এর ছাত্র সায়ন কুমার দাস, বর্ধমান মিউনিসিপল হাইস্কুলের ছাত্র অর্কদীপ গুইন। এছারাও চতুর্থ হয়েছে বাঁকুড়ার অন্নয় চট্টোপাধ্যায় ,দিব্যদীপ শাসমল, জয়দীপ ভৌমিক। এদের প্রাপ্ত নম্বর ৪৮৭ ।

পঞ্চম স্থানঃ পঞ্চম স্থানে রয়েছে ৯জন । আর্য সামন্ত, অর্কদীপ্তা ঘোষ (যাদবপুর বিদ্যাপীঠ), সুতনয় ভট্টাচার্য, শুভাশিস ঘোষ (বহরমপুর), রোমিক দত্ত (দুবরাজপুর), অনিমা গড়াই, অনুভব চক্রবর্তী (পুরুলিয়া), অরিত্র রায়, বিশাল গাঙ্গুলি, এদের প্রাপ্ত নম্বর ৪৮৬ ।

ষষ্ঠ স্থানঃ ষষ্ঠ হয়েছে ৭জন । তন্নিষ্ঠা মণ্ডল, নয়নিকা রায়, সাগ্নিক তালুকদার, কিশলয় সরদার, দেবদত্তা পাল, সপ্তর্ষি মণ্ডল, কুন্তল বিট । এরা পেয়েছে ৪৮৫ নম্বর ।

সপ্তম স্থানঃ রয়েছে ৬জন । দিশা ঘোষ, ঋত্বিকা কাঞ্জিলাল (শিলিগুড়ি), রিদম কুমার দাস (রিদম দাস), অংশুমান বন্দ্যোপাধ্যায়, গার্গী চট্টোপাধ্যায়, দেবজিত দে । এদের প্রাপ্ত নম্বর ৪৮৪ ।

অষ্টম স্থানঃ অষ্টম স্থানে ১২ জন । রাজশেখর চট্টোপাধ্যায়, অর্ঘ্য দে, দেবশুভ্র চক্রবর্তী, জিষ্ণু বিশ্বাস, রৌনক পাত্র, বিশ্বজিত দত্ত (কমার্সে প্রথম), সায়ন্তন চক্রবর্তী, অনন্যা ঘোষ, শ্রেয়সি গাঙ্গুলি (বিদ্যাভারতী হাইস্কুল, কলকাতা) ।

নবম স্থানঃ নবম স্থানে রয়েছে ১৫ জন । প্রত্যুষা সাহা (ললিত ভবন, দক্ষিণ দিনাজপুর), দীপ্তম জানা (ইন্দ্রকৃষ্ণ লাল শিক্ষা নিকেতন), সৌভিক চন্দ্র, সুরজিত ভাতব্যর, আফরোজ়া বানু (সুখানী ভোলাপাড়া হাইস্কুল), সৌমেন মাঝি (পূর্ব মেদিনীপুর), অভিক ঘোষ (বর্ধমান মিউনিসিপল হাইস্কুল), সারফরাম আলম (কোচবিহার), জাহ্নবী পাল (কোচবিহার), অর্পণ দ্বিবেদী।

দশম স্থানঃ দশম স্থানে রয়েছে ৪জন । তীর্থ শংকর (নবনালন্দা), জয়েশ সাউ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), সায়নী দত্ত, অর্ণব কুমার মল্লিক । প্রাপ্ত নম্বর ৪৮১ ।

মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম হয়েছে পঞ্চম স্থান পাওয়া অর্কদিপ্তা ও অনিমা ।

আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ মার্চ। শেষ হবে ১৩ এপ্রিল ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});