
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ রবিবার বর্ধমানের উল্লাস মোড়ে বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের জন বিরোধী বিভিন্ন নীতি, পেট্রোল- ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন এই সমাবেশ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদের ডাক দেওয়া হল। কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেবার আহ্বান জানানো হল রবিবার বর্ধমানের উল্লাস মোড়ের সভামঞ্চ থেকে।

হাজির ছিলেন তৃণমূলের বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের কর্মাধ্যক্ষ গার্গী নাহা, বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল দত্ত প্রমুখ।

বাগবুল ইসলাম জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির এই জনবিরোধী নীতিকে হাতিয়ার করেই বাংলা ছাড়া করা হবে বিজেপিকে। তিনি জানান, পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিনই বাড়ছে। আর সাধারন মানুষকে ভাঁওতা দেবার জন্য তিন টাকা দাম বাড়িয়ে কমানো হচ্ছে মাত্র ১ পয়সা। তিনি জানান, মোদিজী ক্ষমতায় বসেই ঘোষণা করেছিলেন দেশের কালো টাকা উদ্ধার করে দেশের প্রতিটি জনগণের এ্যাকাউণ্টে সেই টাকা পাঠিয়ে দেবেন। কিন্তু নোটবন্দি থেকে প্রতিদিনই নিত্য নূতন নিয়মকে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছেন। উল্লেখ্য, এদিন এই সমাবেশেই মোদির কুশপুতুলও পোড়ানো হয়।
