ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পড়াশোনা নিয়ে বকাবকির জেরে আত্মঘাতি হল এক কলেজ ছাত্রী। মৃতের নাম মনিকা খাতুন (১৮)। বাড়ি খণ্ডঘোষের কেঁদুয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, মনিকা বর্ধমানের বিবেকানন্দ কলেজের বি.এ প্রথম বর্ষের ছাত্রী ছিল। পড়াশোনা নিয়ে বকাবকির জেরে শনিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার ভোরে তার মৃত্যু হয়।

