পিয়ালী দাস, বীরভূমঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোগীদের প্রতি চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন বারবার। আর এবার তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে রীতিমত নজির সৃষ্টি করলেন খোদ সরকারি হাসপাতালের সুপার। প্রানশংসয় রোগীকে বাঁচাতে এগিয়ে এলেন খোদ হাসপাতাল সুপার, রক্ত দিয়ে প্রান বাঁচালেন রোগীর। অবাক করা সরকারি অফিসারের এই মানবিক মুখ দেখা গেল বোলপুর মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে, শনিবার প্রশব যন্ত্রণা নিয়ে হেলেনা বিবি নামে এক গৃহবধূ বোলপুর হাসপাতালে ভর্তি হন। রবিবার সকালে প্রশবের পর সুস্থ ছিলেন প্রসুতি মা। কিন্তু দুপুর গড়াতেই শারীরিক পরিস্থিতি বদলাতে শুরু করে তার। অতিরিক্ত রক্ত ক্ষরন শুরু হয় রোগীর। চিকিৎসক পরীক্ষা করে অবিলম্বে রক্তের প্রয়োজনের কথা জানান রোগীর পরিবারের লোকেদের। প্রয়োজন পরে 0 + রক্তের। কিন্তু হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত রক্ত না থাকায় চরম সংকটে পরেন রোগীর আত্মীয়রা। রোগীর পরিবার যখন হন্যে হয়ে রক্তের সন্ধানে ছোটাছুটি করছেন, ঠিক তখনই ঘটনার কথা জানতে পেরে এগিয়ে আসেন বোলপুর মহকুমা হাসপাতাল সুপার অমিত মজুমদার। নিজে গিয়ে রোগীকে রক্ত দেন। শুধু সুপার নন, সুপারের কথায় রথীন্দ্রনাথ বেরা দাস নামে এক লিফটম্যানও রক্ত দেন। আর এই দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে পরেন অনান্য রোগী ও তাদের আত্মীয়রা। হেলেনা বিবি জানান, 'সুপার সাহেব রক্ত না দিলে আমার সন্তান জন্মের পরেই মা হারা হত, উনি আমার কাছে ভগবান'।

