
গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ বিষাক্ত, লোমশ মাকড়সা দেখা দেওয়ায় আতঙ্ক ছড়াল কাটোয়ার বেশ কয়েকটি জায়গায়। কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী, ঘোড়ানাশ ও আমডাঙ্গা গ্রামের নানা জায়গায় বিভিন্ন সময় এই ধরনের মাকড়সাটিকে নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ট্যারাণ্টুলা সাদৃশ্য এই বিষাক্ত মাকড়সা নিয়ে আতঙ্কিত সকলেই। মুস্থূলীর পাঁচবেড়িয়া হাটতলার বাসিন্দা শ্রীবাস দাসের বাড়ি থেকে ও পাঁচবেড়িয়া হাটতলায় রজতবরণ সাধুর ইলেকট্রনিক্স-এর দোকান থেকে উদ্ধার হয়েছে কালো রঙের লোমশ এই মাকড়সা। বনদপ্তরের কর্মীরা মাকরসাগুলি কোন প্রজাতির তা পরীক্ষা করার জন্য সংগ্রহ করে নিয়ে গেছে।
