
বাপি দে, সিউড়িঃ উচ্চ মাধ্যমিকে অলচিকি হরফে পরীক্ষা দিয়ে নজরকাড়া ফলাফল করল সিউড়ির আনন্দপুরের সীমা সরেন। এইবারই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অলচিকি ভাষা সহ আরো দুটি ভাষায় প্রথম স্থান আধিকারিকদের নাম ঘোষণা করেছে, আর তাতেই উঠে এসেছে বীরভুমের সিউড়ীর আনন্দপুরের বাসিন্দা সীমা সোরেনের নাম। তার প্রাপ্ত নম্বর ৪৬০। সীমা সোরেন ৯৫.৫৩% নম্বর পেয়ে অলচিকি ভাষায় সম্ভাব্য রাজ্যে প্রথম। ছোট থেকেই সীমা বর্ধমানের কাঁকসার একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্রী ।
বাবা শিবলাল সরেন পেশায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের কর্মী এবং মা পূর্ণিমা সোরেন গৃহবধূ। এমন ফলাফল করে সীমার প্রতিক্রিয়াও মন কেড়ে নেওয়ার মত। সীমা বলে, “শিক্ষকদের কাছ থেকে শুনলাম এমন রেজাল্টের কথা। শুনে খুবই ভাল লাগছে। তবে আমি এখনো ভাল করে দেখিনি। শিক্ষকরাই যা দেখার দেখেছেন। আমি হোস্টেলে থেকে পড়াশুনা করি। সেখানে বেশিরভাগ সময় পড়াশুনা নিয়েই থাকি। মাঝে মাঝে খেলাধুলাও অবশ্যই থাকে। আমার এই রেজাল্টের পিছনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। বাড়িতে বেশি থাকা না হলেও বাবা মা প্রচুর সাহায্য করেছিল।”
সীমা ভবিষ্যতে কি করবে এই প্রশ্নের উত্তরে একগাল হাসি নিয়ে একটু অন্যরকম ভাবেই সে জানাল, “আমি ভবিষ্যতে আইন নিয়ে পড়াশুনা করতে চাই।”
