Headlines
Loading...
বাজ পরে বর্ধমান পুরসভার মূল সার্ভার সহ বিভিন্ন দপ্তরের কম্পিউটারের ক্ষতি

বাজ পরে বর্ধমান পুরসভার মূল সার্ভার সহ বিভিন্ন দপ্তরের কম্পিউটারের ক্ষতি


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাজ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হল বর্ধমান পুরসভার কম্পিউটার সার্ভার রুমের। একইসঙ্গে পুরসভার বিভিন্ন দপ্তরের কম্পিউটার, বৈদ্যুতিক সুইচ সহ বেশ কিছু মেশিনের ক্ষতি হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে । বিচ্ছিন্ন হয়ে গেছে আভ্যন্তরীণ টেলিফোন যোগাযোগ বাবস্থাও। ফলে কার্যত স্তব্ধ হয়ে পরেছে বিভিন্ন দপ্তরের দৈনন্দিন কাজকর্ম । 

ঘটনার সুত্রপাত মঙ্গলবার দুপুরে। সকাল থেকে তীব্র দাবদাহের পর দুপুর ১ টা নাগাদ হটাতই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় বর্ধমান শহরে। জানা গেছে সেই সময় বর্ধমান পুরসভা ভবনের ওপর বিকট আওয়াজ করে বাজ পরে। আর তার পরেই দেখা যায় চেয়ারম্যান এর অফিসের সামনে থাকা মূল সার্ভার রুমের সার্ভার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্নান্য দপ্তর থেকেও খবর আসতে থাকে বিভিন্ন মেশিন অকেজো হয়ে যাওয়ার। পুরসভার চেয়ারম্যান ডাঃ স্বরূপ দত্ত জানিয়েছেন, প্রচণ্ড জোরে সরাসরি পুরসভা বিল্ডিঙের ওপর একটা শক্তিশালী বাজ পড়ায় বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ বেশ কিছু কম্পিউটার মেশিনের ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে।যদিও গুরুত্বপূর্ণ তথ্যের কোন ক্ষতি হয়নি বলেই তিনি জানান। চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় রিপেয়ারিং এর কাজ শুরু করে দেওয়া হয়েছে। পুরসভার আই টি সেলের ইঞ্জিনিয়াররা এই কাজ করছে। আগামী দু-তিনদিনের মধ্যে পুরসভার সমস্ত বিভাগ আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।   
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});