Headlines
Loading...
রায়নায় বোমাবাজি এবং খুনের ঘটনায় ১৩জন গ্রেপ্তার, ৫জনের পুলিশি হেফাজত, বাকিদের জেল

রায়নায় বোমাবাজি এবং খুনের ঘটনায় ১৩জন গ্রেপ্তার, ৫জনের পুলিশি হেফাজত, বাকিদের জেল



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ
রায়নার জ্যোতসাদি কয়রাপুরে যুবক আনিসুর মল্লিককে খুনের ঘটনায় পুলিশ ১৩জনকে গ্রেপ্তার করে সোমবার বর্ধমান আদালতে পেশ করল। এই খুনের ঘটনায় মোট ২৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের দাদা আজিজ মল্লিক। ধৃতদের মধ্যে নূর হোসেন, সাবির, হাকিম, আলি হোসেন ও একতাজউদ্দিনকে পুলিশ ১০দিনের পুলিশী হেফাজতে নেবার আবেদন করলে ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস ৪দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেন। বাকিদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য,ইদের দিন দ্রুত গতিতে বাইক চালানোকে কেন্দ্র করে রায়না থানার জ্যোতসাদি ছোট কয়রাপুর গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। 

পরে রাত সারে ৮ টা নাগাদ ইদের অনুষ্ঠান চলাকালীন বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতি। সেই সময় আনিসুর রহমান মল্লিক নামে এক যুবকের মাথায় একটি বোমা গিয়ে ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});