
উল্লেখ্য,ইদের দিন দ্রুত গতিতে বাইক চালানোকে কেন্দ্র করে রায়না থানার জ্যোতসাদি ছোট কয়রাপুর গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়।
পরে রাত সারে ৮ টা নাগাদ ইদের অনুষ্ঠান চলাকালীন বোমাবাজি করে কয়েকজন দুষ্কৃতি। সেই সময় আনিসুর রহমান মল্লিক নামে এক যুবকের মাথায় একটি বোমা গিয়ে ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

