ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:১২ মার্চ, সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের বর্ধমান রিজিওনাল অফিস সূত্রে জানা গেছে, এবছর পূর্ব বর্ধমানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ১৮২ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২২ হাজার ১৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ২৮ হাজার ৪৬জন। পর্ষদ সূত্রে জানা গেছে,গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৫১৯জন। এবছর সিসি ছাত্র রয়েছেন ৬১৯ জন, ছাত্রী ২২৫৬জন। কম্পার্টমেণ্টাল ছাত্রের সংখ্যা ১৮৩জন এবং ছাত্রীর সংখ্যা ৪১৬ জন।
এ বছর জেলার মোট ৮৭টি প্রধান ভেনু এবং ৪৪টি সাব ভেনুতে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ। পরীক্ষার জন্য সবরকমের প্রস্তুতিই সম্পূর্ণ করা হয়েছে। পরীক্ষার ৭২ ঘন্টা আগে থেকে মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে জেলায়। পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি জেরক্সের দোকানও বন্ধ রাখার নির্দেশ জারী করা হয়েছে। এছাড়া জামালপুর বিডিও-র পক্ষ থেকে বর্ধমানের জামালপুরে পরীক্ষার দিনগুলিতে বালি বোঝাই ট্রাক্টর এবং লরি যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
বর্ধমানে একটি পরীক্ষা কেন্দ্রে চলছে প্রস্তুতি। ছবি - সুরজ প্রসাদ