Headlines
Loading...
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পার্ট থ্রির পরীক্ষায় বসতে দেওয়া সহ ৫দফা দাবি জানালো তৃণমূল ছাত্র পরিষদ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পার্ট থ্রির পরীক্ষায় বসতে দেওয়া সহ ৫দফা দাবি জানালো তৃণমূল ছাত্র পরিষদ



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:মঙ্গলবার বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ অনার্স ও জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের পার্ট ১ ও পার্ট ২ পরীক্ষায় পাশ না করলেও পার্ট ৩ তে পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার দাবীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন মোট ৫ দফা দাবী জানিয়েছেন তাঁরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জুলফা খাতুন জানিয়েছেন, এবছর পার্ট ওয়ান ও পার্ট টু-র জেনারেল ও অনার্সের রেজাল্ট খারাপ হওয়ায় এবং ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা পার্ট টু এবং পার্ট থ্রি-র ক্লাস করতে শুরু করায় চরম সমস্যার সৃষ্টি হয়েছে। এদিন তাই উপাচার্যের কাছে তাঁরা এব্যাপার সুষ্ঠ সমাধানের দাবী জানিয়েছেন। 
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা জানিয়েছেন, এদিন ছাত্রছাত্রীদের দাবীপত্র তিনি পেয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনাও হয়েছে। দ্রুত এব্যাপারে সমাধান করা হবে।
                                                                                                                ছবি - সুরজ প্রসাদ 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});