ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:পঞ্চায়েতের উদ্যোগে কমিউনিটি শেড নির্মাণের কাজ শুরু হল কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা তাঁতিপাড়ায়। গত ১১ ফেব্রুয়ারী কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী কমিউনিটি শেড নির্মাণের শিলান্যাস করেন। সোমবার নির্মাণ কাজ পরিদর্শনে আসেন কাটোয়া ২নংপঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য গৌতম ঘোষাল ও নির্মাণ সহায়ক দীপ্তিময় চ্যাটার্জ্জী সহ অন্যন্যারা।
দীপ্তিময়বাবু জানান,চতুর্দশ অর্থ কমিশন তহবিল থেকে প্রকল্পের আনুমানিক ব্যয় হিসাবে ৯ লক্ষ ৪ হাজার ২৪৭টাকা বরাদ্দ করা হয়েছে। এই এলাকায় আরও দু-তিনটি কমিউনিটি শেড নির্মাণ করার পরিকল্পনা আছে পঞ্চায়েতের। তবে জায়গা পাওয়াটাও বড় কথা।
পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য গৌতম ঘোষাল বলেন,কমিউনিটি শেড নির্মাণ হলে এলাকার মানুষের প্রচুর উপকার হবে। বিভিন্ন এস.এইচ.জি.গ্রুপের মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারবে এখানে। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ এখানে আশ্রয়ও নিতে পারবে।