Headlines
Loading...
'ফোকাস বেঙ্গল কাপ'-কে ঘিরে উত্তেজনায় ফুটছেন বর্ধমান পুরসভার কাউন্সিলররা

'ফোকাস বেঙ্গল কাপ'-কে ঘিরে উত্তেজনায় ফুটছেন বর্ধমান পুরসভার কাউন্সিলররা



ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহর জুড়ে ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে ফোকাস বেঙ্গল কাপ-২০১৮-আন্তঃ ওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হল শহরের স্পন্দন ময়দানে। এদিনের নক-আউট পর্যায়ের খেলায় অংশ নেয় বর্ধমান পুরসভার অন্তর্গত ১৫ টি ওয়ার্ডের ১৪ টি টিম। এছাড়াও বর্ধমান পৌরসভার কর্মীদের নিয়ে গঠিত একটি টিমও এদিনের খেলায় অংশগ্রহণ করে। অর্থাৎ মোট ৭টি ম্যাচে ১৪ টি টিম এদিন খেলায় অংশ নেয়। ওয়াক ওভার পায় ১২ নং ওয়ার্ড। 

নক-আউট পর্যায়ের দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণকারী দলগুলি হল পৌরসভার ১৯নং ওয়ার্ড vs ২৪ নং ওয়ার্ড (জয়ী ১৯ নং ওয়ার্ড ),১৮ নং ওয়ার্ড vs ৩৩নং ওয়ার্ড (জয়ী ১৮নং ওয়ার্ড),৭ নং ওয়ার্ড vs ১০ নং ওয়ার্ড (জয়ী ১০ নং ওয়ার্ড ), ২৩ নং ওয়ার্ড vs ১৩ নং ওয়ার্ড (জয়ী ২৩ নং ওয়ার্ড) ,১২ নং ওয়ার্ড vs ৩৪ নং ওয়ার্ড (৩৪ নং ওয়ার্ড মাঠে না আসায় ১২ নং ওয়ার্ডকে জয়ী ঘোষণা করা হয় ),৬নং ওয়ার্ড vs ১৪ নং ওয়ার্ড (জয়ী ৬ নং ওয়ার্ড ),পুরকর্মী vs  ২৬ নং ওয়ার্ড ( জয়ী ২৬ নং ওয়ার্ড ),এবং ৯ নং ওয়ার্ড vs ২২ নং ওয়ার্ড (জয়ী ৯ নং ওয়ার্ড )।

প্রসঙ্গত প্রতিযোগিতার প্রথম দিনে নক আউট পর্যায়ের খেলায় ঘোষিত ২০ টি ওয়ার্ডের মধ্যে মোট ১৯ টি টিম অংশ নেয়। এদিন অনুষ্ঠিত হয় মোট ৯ টি ম্যাচ। ২৮ নং ওয়ার্ড মাঠে অনুপস্থিত থাকায় তাদের প্রতিযোগী দল হিসাবে বিজয়ী ঘোষণা করা হয় ৩ নং ওয়ার্ডকে। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় দিনের জয়ী দলগুলির মধ্যে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে প্রতিযোগিতার উদ্যোক্তা ফোকাস বেঙ্গল অনলাইন নিউজ পোর্টাল-এর তরফ থেকে। সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে ৯ মার্চ। 

'ফোকাস বেঙ্গল কাপ'-কে ঘিরে এখন চরম উত্তেজনায় ফুটছেন বর্ধমান পুরসভার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দারা থেকে কাউন্সিলরগণ। কাউন্সিলারদের মধ্যে প্রায় সকলেই দুদিন ধরে মাঠে হাজির ছিলেন। উৎসাহ দিয়েছেন নিজ নিজ ওয়ার্ডের টিমকে। যারা হেরেছেন, মুখ ভার করেই বাড়ি ফিরেছেন, তবে উৎসাহ হারাননি। পরের দিন মাঠে হাজির থেকে তাঁরা বুঝিয়ে দিয়েছেন তাদের কাছে খেলার আনন্দটাই আসল। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});