ফোকাস বেঙ্গল ডেস্ক, বাঁকুড়া : এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ইন্দপুর থানার ভালুকা গ্রামে। মৃত মিঠুন মণ্ডল (৩১) কয়েক বছর আগে ইন্দপুর থানা এলাকায় সিভিক ভলান্টিয়ারের কাজে যোগ দিয়েছিল বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার রাতে ভালুকা গ্রামেরই একটি নির্মীয়মান বাড়িতে ঝুলন্ত অবস্থায় এই সিভিক ভলেন্টিয়ার দেহ উদ্ধার হয়।
এলাকায় ভাল ছেলে বলে পরিচিত মিঠুনের কেন এভাবে মৃত্যু হল তা বুঝে উঠতে পারছেনা না তার পরিবারের লোকজন। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, প্রেমের সম্পর্কের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তারা জানিয়েছেন, কিছুদিন ধরেই মিঠুনের বিয়ের দেখাশোনা চলছিল।
শনিবার সকালে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশের পক্ষ থেকে ইন্দপুর থানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

