
শ্যামসুন্দর ঘোষ,মেমরি: বর্ধমান - নবদ্বীপ রুটের মুলগ্রামের কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ এই দুর্ঘটনায় দুটি গাড়ির ড্রাইভার খালাসি গুরুতর জখম হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেসিবি মেশিন ও গ্যাস কাটার এনে একটি গাড়ির ভিতরে আটকে পড়া অন্য একজন ড্রাইভারকে বার করার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যাক্তির শরীরের উপরের অংশ অক্ষত থাকলেও পা দুটি ভেঙে গুড়িয়ে গেছে।
জানা গেছে ,শুক্রুবার ভোর ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশা থাকায় এই দুর্ঘটনা বলে অনুমান। একটি ডিম বোঝাই গাড়ি ও অন্যটি সিমেন্ট বোঝাই ছিল বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ঝাঁপিয়ে পরে উদ্ধারের কাজে। তাদের চেষ্টায় দ্রুত উদ্ধার করা হয় ৪ জনকে।
জানা গেছে,একটি ব্রিজের সংস্কারের কাজ চলার জন্য রাস্তার একদিক বন্ধ ছিল,কুয়াশার কারণে পরিষ্কার করে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা। যদিও স্থানীয়দের অভিযোগ মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে আসলেও উদ্ধারের ব্যাপারে কোনোরকম সাহায্য করেনি।
