Headlines
Loading...
সাজিয়ে তোলা হচ্ছে বর্ধমানের ১২নম্বর ওয়ার্ড

সাজিয়ে তোলা হচ্ছে বর্ধমানের ১২নম্বর ওয়ার্ড


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:কাউন্সিলারের উদ্যোগে এলাকায় লাগানো হচ্ছে দিকনির্দেশ বোর্ড। পাশাপাশি করা হচ্ছে ওয়ার্ডের সৌন্দর্যায়নও। বর্ধমান পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পম্পা পালের এই উদ্যোগে রীতিমত খুশি এলাকার বাসিন্দারা। তাদের মতে,এই ব্যবস্থায় এলাকার পরিবেশ যেমন সুন্দর হবে তেমনি এলাকার বাইরে থেকে আসা ব্যক্তিদের ঠিকানা খুঁজে পেতেও অসুবিধা হবেনা।
 ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার পম্পা পাল জানান, ওয়ার্ডের ৩৬ টি পাড়াকে নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সঙ্গে লাগানো হচ্ছে ওয়ার্ডের সবকটি পাড়ার নামে দিক নির্দেশকারী বোর্ডও। তিনি জানান, বোর্ডগুলির সাহায্যে ওয়ার্ডের বাইরে থেকে আসা লোকজন যে কোনও পাড়ার সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারবেন। নীল-সাদা রঙের এই বোর্ডে যেকোনো রাস্তার মোড় থেকে ভিতরের পাড়াগুলির দিক নির্দেশের পাশাপাশি থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি ও মুনি-ঋষিদের বাণী। যে যে রাস্তার মোড়ে বোর্ড গুলি লাগানো হবে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বড়নীলপুর মোড়, আর্যপল্লী, সাহাপাড়া, শ্রীগুরু আশ্রমের সামনে, প্রভাত সংঘের সামনে, চৌরঙ্গী মোড়, শান্তিপাড়া ,শক্তিপাড়া ,বালিডাঙ্গা ,শালবাগান মোড়, বেলারাণী স্কুলের সামনে ,ডিভিসি মোড় ,ইন্দ্রকানন ,পুলিশ লাইন, পূর্বাচল, শতাব্দী বাগ ,ফ্রেন্ডস পার্ক, রবীন্দ্রকানন সহ মোট ৩৬টি জায়গায়।
অন্যদিকে ,স্বচ্ছ বাংলার ভাবনাকে সামনে রেখে গোটা এলাকার যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউন্সিলার। এজন্য, এলাকার নিকাশি নালাগুলির ওপর সিমেন্টের স্ল্যাব লাগিয়ে তার ওপর বসানো হবে সিমেন্টের টব।লাগানো হবে বিভিন্ন গাছ।  সেগুলিতেও করা হবে নীল-সাদা রং।
পম্পা জানালেন, গোটা ওয়ার্ডের বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করা হবে এইভাবে যাতে তারা নিজেদের এলাকা পরিছন্ন ও সুন্দর  রাখতে উদ্যোগী হয়। রাস্তার ধারে যেখানে সেখানে অথবা ড্রেনের ওপর ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত রাখতে এই উদ্যোগ বলে তিনি জানান। তিনি জানান,প্রাথমিকভাবে ৯৫ টি টব তৈরী ও লাগানোর কাজ চলছে। ধাপে ধাপে ওয়ার্ডের সর্বত্র টব ও গাছ লাগানো হবে। গাছ সহ প্রত্যেকটি টবের জন্য খরচ হবে প্রায় সাড়ে তিন হাজার টাকা করে।

কাউন্সিলার জানালেন ,এলাকায় একটি ২৫ মিটার দৈর্ঘ্যের সুইমিং পুল ইতিমধ্যেই তৈরী করা হয়েছে। এই সুইমিং পুলেই অনুশীলন করে এক সময় রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারু উঠে এসেছেন। সে দিকটি মাথায় রেখে আরেকটি ৫০ মিটার দৈর্ঘের সুইমিং পুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরোনো পুলটির নতুন করে সংস্কারের কাজ করা হবে। ইতিমধ্যেই এলাকার সমস্ত রাস্তা সংস্কার ও সেগুলিতে আলোর ব্যবস্থা করা, ওয়ার্ড জুড়ে পানীয় জল সরবরাহের সুবন্দোবস্ত করা প্রভৃতি কাজ করা হয়েছে।






















(adsbygoogle = window.adsbygoogle || []).push({});