ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়:প্রতিদিনই ঘন্টা খানেক ধরে আটকে রাখা হয় রেল গেট। ফলে গেটের দুপাশে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নাজেহালও হতে হয় সাধারণ মানুষকে। বিষয়টি রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো সত্ত্বেও এতদিন কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে রবিবার ঘন্টাখানেক শক্তিগড় আটাগড় লেভেল ক্রসিং-এ রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। একই সঙ্গে দাবি জানানো হয় শক্তিগড়ে উড়ালপুল করার জন্যেও।
ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে বেশ কিছু লোকাল ও দূর পাল্লার ট্রেন আটকে পড়ে। এরপর শক্তিগড় থানার পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। পরে রেল চলাচল আবার স্বাভাবিক হয়।
এদিন বিক্ষোভকারীরা জানিয়েছেন,একে রাস্তার অবস্থা খারাপ , তার ওপর প্রতিদিনই প্রায় ঘন্টা খানেক করে রেল গেট পরে থাকে। যেখানে অন্যান্য লেভেল ক্রসিং-এর রেলগেট মাত্র দশ -পনের মিনিটের জন্য আটকে রাখা হয়, সেখানে এই গেটটি দীর্ঘক্ষণ বন্ধ থাকার ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের।