ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের অফিসে আগুন লাগার ঘটনার জেরে আপাতত অফিসের চারতলায় সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হল। সোমবার সকালে অফিসে আগুন লাগার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা প্রশাসনিক মহলে। ছড়ায় আতঙ্কও।
এব্যাপারে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, এদিন সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিনি খবর পান অফিসের চারতলায় আগুন লেগেছে। তিনি দেখেন, অফিসের চারতলায় টিনের শেডে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ঘটনায় বড়সড় কোনো ক্ষতি হয়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানান,পুলিশ সুপার অফিস সহ থানাগুলিতেও ধূমপান নিষিদ্ধ। তাঁদের ধারণা, সাধারণ কোনো মানুষ সিগারেট খেয়ে তা টিনের চালার ওপর ফেলায় তা থেকেই এই আগুন লেগেছে। এই ঘটনার পরই পুলিশ সুপার অফিসের চারতলায় আপাতত সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।