
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:রাঙিয়ে দিয়ে যাও। ২৫ ফেব্রুয়ারী বসন্ত উৎসব কমিটি-র উদ্যোগে বর্ধমানের বেশ কয়েকটি ক্ষুদ্র সংবাদপত্র এবং সংস্থার সহযোগিতায় কার্জন গেটের সামনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হল। আবির খেলার পাশাপাশি এই ঋতু উদযাপন অনুষ্ঠানে আয়োজক সংস্থা তথা ক্ষুদ্র পত্রিকা এবং সংস্থার সদস্যরাই নিজেদের মত করে বসন্ত উৎসবকে ঘিরে স্বরোচিত কবিতা পাঠ করেন। কেউ খালি গলাতেই গানও করেন। বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানে পথ চলতি মানুষও সামিল হন। ঋতু উদ্যাপন কমিটি, আঙিনা, বকুলফুল, ফ্রিথিংকিং, সামাজিকীকরণ বার্তা, আঁচ, বর্ধমান পত্রিকা, গণকন্ঠ সমাজকল্যাণ সমিতি, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, রঙ ও রেখা, মুক্তিকামী নাগরিক সমাজ, হিউম্যানিস্টস্ অ্যাসোসিয়েশন প্রভৃতি পত্রিকা ও সংস্থার প্রতিনিধিদের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
