Headlines
Loading...
অ্যাকাউন্ট থেকে গায়েব ২৯ হাজার টাকা,প্রশ্নের মুখে ব্যাংক ডিজিটালাইজেশন

অ্যাকাউন্ট থেকে গায়েব ২৯ হাজার টাকা,প্রশ্নের মুখে ব্যাংক ডিজিটালাইজেশন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:
পিন বা ওটিপি নম্বর ব্যবহার করে এক ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে ২৯,১৭২ টাকা উধাও হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। অভিনব উপায়ে এই প্রতারণার ঘটনায় ব্যাংক ডিজিটালাইজেশন ব্যবস্থা রীতিমত প্রশ্নচিহ্নের মুখে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মিরছোবা এলাকার বাসিন্দা ধীরাজ মহাপাল নামে এক ব্যাক্তির সঙ্গে।

ধীরাজ বাবু জানিয়েছেন, মিরছোবা এলাকায় তিনি স্টেট ব্যাংকের সদরঘাট শাখার একটি গ্রাহক সেবা কেন্দ্র চালান।ওই শাখাতেই তার নিজস্ব একটি কারেন্ট অ্যাকাউন্ট আছে। গত ২১ ফেব্রুয়ারী বেলা দশটায় মেল খুলে তিনি জানতে পারেন তার ডেবিট কার্ড ব্যবহার করে এয়ার ক্যান নামে একটি সংস্থায় ২৯ হাজার ১৭২ টাকার কেনাকাটা হয়েছে। কেনাকাটা হয়েছে ওইদিন ভোর তিনটে আট মিনিটে। তাঁর দাবি পিন বা ওটিপি ছাড়া অনলাইন ট্রানজাকশান সম্ভব নয়। এক্ষেত্রে সেটাই ঘটেছে বলে মনে করছেন তিনি। এরপর বেলায় তিনি বর্ধমানে স্টেট ব্যাংকের রিজিওনাল অফিসের চ্যানেল ম্যানেজারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। চ্যানেল ম্যানেজার মুম্বইয়ের বেলাপুরে এসবিআইয়ের সার্ভার কন্ট্রোল বিভাগে মেল করেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, যে কোনও ট্রানজাকশানে টার্মিনাল আই ডি এবং টার্ম ব্যাংকের নাম শো করে থাকে। কিন্তু এই ক্ষেত্রে দুটোই নট শো দেখাচ্ছে। এই তথ্য ব্যাংকের রিজিওনাল শাখা বেলাপুরকে জানিয়েছে। ওটিপি কোড ব্যবহার করলে ট্রানজাকশানে অ্যাপ্রুভ কোড দেখা যায়। পিন কোডের ক্ষেত্রে তা নট শো দেখায়। এক্ষেত্রে তাই দেখাচ্ছে। এদিন ব্যাংকের টেকনিক্যাল বিশেষজ্ঞরা জানিয়েছেন, এক্ষেত্রে পিন নম্বর জেনারেট করে পারচেজ করেছে হ্যাকাররা। উন্নত প্রযুক্তির ব্যবহারে কার্ডের ক্লোন তৈরি করেও এই প্রতারণা হতে পারে।
ধীরাজবাবু জানিয়েছেন, এটিএম কার্ডের সিকিউরিটি সিস্টেম যে যথেষ্ট নয় এই ঘটনাই তার প্রমাণ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});