Headlines
Loading...
অমানবিকভাবে আড়াই দিন ধরে রাস্তার ধারে পরে রইল বৃদ্ধার মৃতদেহ,চাঞ্চল্য

অমানবিকভাবে আড়াই দিন ধরে রাস্তার ধারে পরে রইল বৃদ্ধার মৃতদেহ,চাঞ্চল্য

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাস্তার পাশে প্রায় আড়াই দিন ধরে এক বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকার ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়াল বর্ধমানের কানাইনাটশাল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ওই মহিলার নাম ভবানী শেখ (৬২)। বর্ধমান বীজনিগম অফিসে অস্থায়ী ঝাড়ুদার হিসাবে তিনি কাজ করতেন। বীজনিগমের নিরাপত্তারক্ষীর জন্য বরাদ্দ একটি ঘরে অপর এক মহিলার সঙ্গে তিনি থাকতেন।একইসঙ্গে আশপাশের বাড়িতে পরিচারিকার কাজও করতেন। মঙ্গলবার রাত্রে হঠাৎই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, ২ দিন ধরে রাস্তার ধারে মৃতদেহ পড়ে থাকা সত্ত্বেও তা তুলে নিয়ে যাবার ক্ষেত্রে প্রশাসন কোনো হেলদোল দেখায়নি। যদিও মৃতদেহ সৎকারের প্রসঙ্গে স্থানীয়দের মধ্যেও  শুরু হয় চাপানউতোর। শেষমেষ বুধবার রাত্রে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। অমানবিক এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গেছে ,মৃত ভবানী শেখের সঙ্গে ভাতারের মুরাতিপুর এলাকার বাসিন্দা গিয়াসুদ্দিন শেখের সঙ্গে বিয়ে হয়। কিন্তু পরে গিয়াসুদ্দিন তাঁকে ছেড়ে পালিয়ে গেলে ভবানী একাই বর্ধমানে থাকতেন।
                                                                                                            ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});