
ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ যত্রতত্র মদের লাইসেন্স প্রদান ও মদ বিক্রির প্রতিবাদে আজ বালুরঘাট জেলাশাসক ভবন ঘেরাও করল দক্ষিণ দিনাজপুর মদ উচ্ছেদ মহিলা কমিটির মহিলারা। শুক্রবার দুপুরে তারা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, আমাদের পাশের রাজ্য বিহারে যদি মদ বন্ধ করা যেতে পারে তাহলে আমাদের রাজ্যে হবেনা কেন? পাশাপাশি তাদের অভিযোগ, জেলার বেশ কিছু এলাকায় জাতীয় সড়ক এর ৫০০ মিটারের মধ্যে নুতুন করে মদের লাইসেন্স দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্ট এর নির্দেশকে অমান্য করে মদ বিক্রি চলছে রমরমিয়ে। এই বিষয়ে জেলা শাসকের কাছে জেলায় মদ বিক্রি ও নুতুন করে মদের দোকানের লাইসেন্স প্রদান করার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ডেপুটেশন দেয় মদ উচ্ছেদ কমিটির মহিলারা। তাদের বক্তব্য জেলা জুড়ে বা রাজ্য জুড়ে মদ বিক্রি বন্ধ হলে তাতে মহিলাদের সুরক্ষা বাড়বে পাশাপাশি অনেক ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ হয়ে যাবে।
দক্ষিণ দিনাজপুর মদ উচ্ছেদ কমিটির সম্পাদিকা বাবলি বসাক জানিয়েছেন, এক মদ ব্যবসায়ী দৌলতপুরে মদের দোকান খুলে ছিলেন। কিন্তু জাতীয় সড়কের পাশে মদের দোকানটি হওয়ায় দোকানটিকে বন্ধ করতে হয়। এরপর ঐ ব্যাবসায়ী বুনিয়াদপুরে আবার মদের দোকান খোলেন। যদিও কিছুদিন আগে আন্দোলন করে মদের দোকানটিকে বন্ধ রেখেছেন তারা। পাশাপাশি তিনি এও জানান তারা শুনতে পাচ্ছেন সেই ব্যবসায়ী নতুন করে একটা বার কাম রেস্টুরেন্ট এর লাইসেন্স পেতে চলেছেন। তাই তারা বিরোধিতা করছেন বলে সম্পাদিকা বাবলি বসাক জানিয়েছেন।
