Headlines
Loading...
২৬ জানুয়ারী বিশ্বের কাছে দেশবাসীর নিজেদের পরিচয় তুলে ধরার দিন।

২৬ জানুয়ারী বিশ্বের কাছে দেশবাসীর নিজেদের পরিচয় তুলে ধরার দিন।

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে আগেও যেমন আপন করে নিয়েছিল এই দেশ, তেমনি স্বাধীন ভারতবর্ষও তার বুকে সকল জাতি ধর্মের মানুষকে জায়গা দেবার প্রতিশ্রুতি রেখেছে তার সংবিধানে। ভারতের মত দেশের ক্ষেত্রে তাই স্বাধীনতা প্রাপ্তি এবং সংবিধান প্রণয়ন দুটোই বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালের ১৫ আগস্ট এবং ১৯৫০-এর ২৬ জানুয়ারী দেশের দুটি আলাদা চেহারা পরিলক্ষিত হয়। প্রথমটিতে বিদেশী শাসনের ভারমুক্ত ভারত শুধুই একটি ভূমি খন্ড। কিন্তু পরেরটিতে ভারত প্রমাণ দিয়েছে সে আপন শক্তিতে পরিচালিত হবার অধিকারী। ক্ষমতা হাতে পাওয়ার পর নিজস্ব সংবিধান তৈরী ভারতকে সেই উচ্চতায় পৌঁছে দিতে পেরেছে।

প্রায় ২০০ বছর ধরে শাসন করার পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ছাড়ে ব্রিটিশরা। এ দেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু ১৫ আগস্ট ভারতবাসীর কাছে পরিপূর্ণ রূপে আনন্দের দিন হতে পারল না। কারণ ভারত ছাড়ার আগে এ দেশের ভূমিখণ্ডকে জাতিগত দিক দিয়ে টুকরো টুকরো করে দিয়ে গেল ব্রিটিশরা। ভারতের একদিকে গড়ে উঠল পূর্ব পাকিস্তান অন্যদিকে পশ্চিম পাকিস্তান। মুসলমানদের দখলে যাওয়ার পর ওই দুটি অংশ থেকেই দলে দলে ভারতবাসী নিজেদের দীর্ঘকালের পৈতৃক ভিটে থেকে নির্বিচারে উচ্ছেদ হতে লাগল।
একই ঘটনা ঘটল ভারত থেকে দীর্ঘকালের বাসিন্দা মুসলিম পরিবারগুলোকে যখন পাকিস্তানে চলে যেতে হল। শুরু হল জাতিদাঙ্গা আর খুনোখুনি। বিনা কারনে প্রাণ হারাল শিশু থেকে বৃদ্ধ। পরে আবার পূর্ব পাকিস্তান পশ্চিমের সঙ্গে লড়াই করে স্বাধীনতা পেল। গড়ে উঠল বাংলাদেশ। সুতরাং বহু লড়াইয়ের পর ভারতের স্বাধীনতা প্রাপ্তির অভিজ্ঞতা মোটেও সুখের হল না। সেই কারণেই ভারতের স্বাধীনতা দিবস দেশবাসীর কাছে আজও আনন্দের দিন নয়, বরং বলা যেতে পারে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার পূর্ব মুহূর্ত। তাই স্বাধীনতা দিবস এদেশের কাছে হয়তো বরণের দিন, কিন্তু উৎসবের দিন নয়। তবে এটুকু বলা যায় ১৫ আগস্ট বহু লড়াই ও প্রাণের বিনিময়ে ছিনিয়ে নেওয়া একটি গর্বের দিন। দিনটিতে রাজধানী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। প্রতি বছরই স্বাধীন ভারতের নাগরিকরা দেশ সম্পর্কে নতুন করে স্বপ্ন দেখে।

১৫ আগস্টের মতই ভারতের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ দিন হল ২৬ জানুয়ারি। দিনটি দেশের প্রজাতন্ত্র দিবস। এদিনই চালু হয় ভারতের নিজস্ব সংবিধান। স্বাধীনতা দিবসে ভারত ব্রিটিশের হাত থেকে মুক্ত হল, কিন্তু ১৯৫০-এর ২৬ জানুয়ারির পর থেকে ভারত একটি স্বাধীন-সার্বভৌম ধর্ম নিরপেক্ষ ও প্রজাতান্ত্রিক দেশে পরিণত হল-যার একটি নিজস্ব সংবিধান রয়েছে এবং সংবিধানের নির্দিষ্ট নিয়ম অনুসারেই  নির্বাচিত সরকার দেশ পরিচালনার অধিকার হাতে পাবে। এই দিনটিতেই দেশের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি দেশের জাতীয় পতাকা তোলেন। রাজধানীর রাজপথে দেশের সেনাবাহিনী তাঁকে অভিবাদন জানায়। দেশের সামরিক শক্তি ভান্ডারের  প্রদর্শন করা হয় রাজপথে। 
সুতরাং বলা যায় ২৬ জানুয়ারী বিশ্বের কাছে সকল ভারতীয়ের নিজেদের পরিচয় তুলে ধরার দিন।  তাই দিনটি দেশের মানুষের কাছে অবশ্য পালনীয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});