Headlines
Loading...
আবারও প্রকাশ্যে এল দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আবারও প্রকাশ্যে এল দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।


ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিন দিনাজপুরের হিলিতে তৃণমূল যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল দলীয় আর এক গোষ্ঠী। অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব শিবিরের অনুগামীরা হিলি বাসস্ট্যান্ডের দলীয় যুব কংগ্রেসের অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং শংকর চক্রবর্তীর অনুগামীদেরকে মারধর করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিছুদিন পূর্বেই বালুরঘাটে এস.টি.এস.সি সেল-এর এক সভায় দলের জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিপ্লব বিরোধী শিবিরের নেতা নেত্রীরা সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা। 
 সাধারণ মানুষরা মনে করছে এই গোষ্ঠীকোন্দলের প্রভাব আগামী নির্বাচনে পড়তে চলেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});