Headlines
Loading...
সরস্বতী পুজোয় ফলের দাম নাগালের মধ্যে থাকলেও ছ্যাঁকা দিচ্ছে কাঁচা সবজির দর।

সরস্বতী পুজোয় ফলের দাম নাগালের মধ্যে থাকলেও ছ্যাঁকা দিচ্ছে কাঁচা সবজির দর।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাত পেরোলেই সরস্বতী পুজো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাঙালির ঘরে ঘরে বিদ্যার দেবীর আরাধনার প্রস্তুতি তাই তুঙ্গে। তবে পুজোর অন্যতম উপকরণ ফলের দাম গতবারের তুলনায় এবছর নাগালের মধ্যে থাকলেও গৃহস্থের ঘুম কেড়েছে কাঁচা সবজির দাম।বর্ধমানের বিসি রোডের ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর সরস্বতী পুজোর জন্য প্রচুর পরিমাণে ফলের আমদানি হওয়ায় দাম গতবারের তুলনায় কিছুটা হলেও কম। এদিন আপেল বিক্রি হয়েছে ৮০ -১০০টাকা প্রতি কেজি। শশা ৬০ টাকা প্রতি কেজি, নারকেল কুল ৬০ টাকা কেজি, শাঁকালু ৬০ টাকা কেজি, কমলালেবু পিস প্রতি ১০টাকা, চাঁপা কলা ৩০-৪০ টাকা ডজন, বেদানা ১০০ টাকা কেজি, শিসযুক্ত ডাব সাইজ অনুসারে ২০ - ২৫ টাকা প্রতি পিস। সাধারণ ডাব ৩০ টাকা প্রতিটি, আঙুর ১৫০ টাকা কেজি এবং খেজুর ১০০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে এদিন। 
যদিও ফলের বাজার নাগালের মধ্যে থাকলেও সাধারণ গৃহস্থদের রীতিমত চিন্তায় ফেলেছে কাঁচা সবজির বাজার দর। প্রধানত সরস্বতী পুজোর পরের দিনই বাড়িতে বাড়িতে অরন্ধন থাকে। আগের দিন রান্না করা খাবার পরের দিন খাওয়া হয়। আর ষষ্ঠীর দিনে এই সিজানো খাবার বা ঠাণ্ডা খাবারের আয়োজন করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ।

 চলতে থাকা তীব্র ঠাণ্ডার জেরে এবার এখনও পর্যন্ত বাজারে সজনে ফুলের সেভাবে যোগান নেই। আর এই সুযোগে সজনের দাম হয়েছে লাগাম ছাড়া। অধিকাংশ বাজারেই সজনে ফুল অমিল হওয়ায় ব্যাবসায়ীরা কেজি প্রতি ৪০০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে গুণমান অনুসারে। বর্ধমানের বিভিন্ন সবজি বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এদিন শিসযুক্ত পালং শাক বিক্রি হয়েছে ৫০ টাকা প্রতি কেজি। ছোট বেগুন ৬০-৮০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে। সাদা বেগুনের দাম আকাশ ছোঁয়া। বর্ধমান শহরের কোনো কোনো বাজারে এদিন দুধসাদা বেগুনের দাম চাওয়া হয়েছে ৮০ থেকে ১২০ টাকা প্রতি কেজিতে। সাধারণ বেগুন ৩০-৪০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে। মটরশুঁটি ৪০-৫০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে। শিম বিকোচ্ছে কেজি প্রতি ৪০ টাকা। পুজোর জন্য প্রয়োজনীয় জোড়া শিম, জোড়া কুল, জোড়া মটরশুঁটির প্যাকেজ দাম পড়েছে ১০ টাকা। 
এছাড়াওপুজোর উপকরণ হিসাবে ফুল, বেলপাতা ইত্যাদির প্যাকেজ রেটও এদিন ১০ টাকা থেকে ২০টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। 
সরস্বতী পুজোর অন্যতম অঙ্গ গাঁদা ফুলের মালার দাম গতবারের তুলনায় এবারে অনেকটাই বেশি। তীব্র ঠাণ্ডার জেরে এবারে ফুলের যোগানও কম থাকায় অনেকটাই দাম বেড়েছে গাঁদা ফুলের। সাইজ অনুযায়ী গাঁদা ফুলের এদিনের বাজার দর ছিল ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।
                                                                                                               ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});