ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:ছোট্ট শিশুপুত্রকে সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিতে নিয়ে আসার পথে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দেড় বছরের তরঙ্গ সরকারের। মৃত শিশুটির ঠাকুমা পুষ্পরাণী সরকার জানিয়েছেন, সোমবার বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। আর এই পুজোতেই ছোট্ট তরঙ্গের হাতি খড়ি দেবার আয়োজনও সব প্রস্তুত ছিল। তাই রবিবার তরঙ্গের বাবা মনোজ সরকার হুগলীর গোঘাট থানার বালিবেলে গ্রাম থেকে নিজের বাইক নিয়ে শ্বশুরবাড়ি মন্তেশ্বর থানার শুশুনিয়ায় যান স্ত্রী সুনন্দা ও ছেলে তরঙ্গকে নিয়ে আসতে। বাড়ি ফেরার পথে বর্ধমানের বাকুঁড়া মোড়ের কাছাকাছি পিছন থেকে একটি ট্রাক বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হন সুনন্দাদেবী এবং তাঁর কোলে থাকা ছোট্ট শিশু তরঙ্গ। স্থানীয় বাসিন্দারা ৩জনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তরঙ্গকে মৃত ঘোষণা করেন। এদিকে অবস্থার অবনতি হওয়ায় সুনন্দাদেবীকে কলকাতার পিজিতে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক চিকিৎসার পর মনোজবাবুকে বর্ধমান হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
পুষ্পাদেবী জানিয়েছেন, সুনন্দাদেবীর প্রথম সন্তান নষ্ট হওয়ার পর এই শিশুপুত্রকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর গোটা পরিবারে নেমে এসেছে তীব্র শোকের ছায়া।
পুষ্পাদেবী জানিয়েছেন, সুনন্দাদেবীর প্রথম সন্তান নষ্ট হওয়ার পর এই শিশুপুত্রকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর গোটা পরিবারে নেমে এসেছে তীব্র শোকের ছায়া।