ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: আগামী মে-জুন মাসে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা গেছে নবান্ন সূত্রে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শনিবার জানিয়েছেন, রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে মে মাসে। সুতরাং পঞ্চায়েত নির্বাচন সে সময় হলেই সঠিক হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সম্পূর্ণ সম্মতি না মেলা পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ যে নির্দিষ্ট করা যাবেনা তাও জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গেছে , পঞ্চায়েত দপ্তরের কাছ থেকে দপ্তরের কাজের হিসাব চাওয়ার পাশাপাশি আলোচনা করা হয় পঞ্চায়েত নির্বাচন কখন হলে সঠিক হবে। এর উত্তরে পঞ্চায়েত দপ্তর জানায় যে ২০১৮ সালের জুন-জুলাইয়ের আগে নির্বাচন করতে হবে। কারণ ২০১৩ সালে রাজ্যে পঞ্চায়েত বোর্ড গঠিত হয়েছিল এই সময়েই। পঞ্চায়েত দপ্তরের এই পরামর্শ কাজে লাগিয়েই আগামী মে -জুন মাসে নির্বাচনের প্রস্তুতি নিতে চলেছে রাজ্য ,এমনই ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে।
অন্যদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষ থেকে সাফল্যের আশা থাকলেও কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বেশ কয়েকটি জনস্বার্থ বিরোধী নীতি যে পশ্চিমবঙ্গের মত রাজ্যে নির্বাচনে তাদের ব্যাক ফুটে ফেলতে চলেছে তার ইঙ্গিত মিলেছে বেশ কিছু সমীক্ষায়। বিশেষ করে এফআরডিআই বিল, সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি নোটবন্দী ও জিএসটি এবং রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুও যে নির্বাচনে তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে তা সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে।
তবে রাজ্যে এই মুহূর্তে বিজেপির অবস্থান যাই হোক, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে যথেষ্ট জোর দিয়েছে শাসকদল তৃণমূল। নির্বাচনের পূর্বেই যাতে সরকারি দপ্তরগুলি বরাদ্দকৃত অর্থ খরচ করে সে ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
প্রসঙ্গত এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০১৮-র ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ভোট করানোর কথা ভাবা হয়। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু কাজ অসমাপ্ত থাকায় নির্বাচন পিছানোর কথা ভাবা হয়। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন যে আগামী বছরের লোকসভা নির্বাচনের সেমি ফাইনাল সে ব্যাপারে যথেষ্ট সতর্ক এ রাজ্যের সরকার। সুতরাং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে যে কোনোরকম ফাঁক রাখবে না শাসকদল, তা বলার অপেক্ষা রাখে না।