Headlines
Loading...
বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পূর্তি অনুষ্ঠান।

বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পূর্তি অনুষ্ঠান।


ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: আজ থেকে ৫০বছর আগে গ্রামীণ শিক্ষা ব্যাবস্থার উন্নতি সাধনে যাঁরা সচেষ্ট হয়েছিলেন, তাঁদের অবদান মহান।আজকের দিনে তো হাত বাড়ালেই বিদ্যালয় পাওয়া যায়। এমনকি এক বিদ্যালয় আরেক বিদ্যালয়ের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতাতেও নেমে পরে ছাত্রছাত্রী ভর্তির জন্য। কিন্তু একটা সময় ছিল যখন গ্রামের রাস্তাঘাট বলে প্রায় কিছুই ছিল না। ছেলে মেয়েদের পড়াশোনা করাতে গেলে দশ বার ভাবতে হত। সেই সময় যে মনীষীরা শিক্ষা বিস্তারের বিষয়ে চিন্তা ভাবনা করেছিলেন, আজ ছাত্রছাত্রীদের কাছে তাঁরা পূজনীয়। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ব্লকের মাধবডিহি থানার কামারহাটি শিক্ষানিকেতন হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী পূর্তি অনুষ্ঠানে এসে এমনই কথা বললেন মুখ্যমন্ত্রীর মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। তিনি বলেন, এই স্কুল স্থাপন করেছিলেন তাঁরই স্বর্গীয় পিতা রাসবিহারী মজুমদার।সেই সময় গ্রামের রাস্তাঘাটের অবস্থা ছিল অত্যন্ত খারাপ।কৃষক পরিবার অধ্যুসিত এই গ্রামে কোনো স্কুল ছিল না। শিশুদের শিক্ষার আলোকে আলোকিত করার লক্ষ্যে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি পুকুর সহ ৪বিঘা জমি দান করেছিলেন।আজ অবধি প্রায় পাঁচ হাজারের ওপর ছাত্রছাত্রী এই স্কুল থেকে পড়াশোনা করে স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত। আজ শুনতে ভালো লাগে গ্রামেরই প্রায় ৫০০ ওপর ছেলেমেয়ে এই স্কুলে পড়াশোনা করছে।


স্কুলের প্রধান শিক্ষক সরোজ কুমার দাঁ জানিয়েছেন, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকায় নতুন ভবনের কাজ শুরু করা হয়েছে। এবছর এই স্কুল থেকে  ১০০জন ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে। যাদের মধ্যে ৭৫শতাংশ ছাত্রী এবং ২৫ শতাংশ ছাত্র। তিনি জানান,১২জন স্থায়ী শিক্ষক এবং ৭জন প্যারাটিচার বর্তমানে এই স্কুলে রয়েছেন।কিছু পদ এখনও খালি আছে। সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন উপলক্ষে আগামী তিনদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করা হয়েছে।   
এদিন স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ সুনীল মন্ডল। স্কুলের পুকুরে প্রায় দেড় কুইন্টাল মাছের চারা পোনা ছেড়ে তিনি বলেন, এই স্কুলের মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পাতে মাছ দেবার উদ্দেশ্যেই এই উদ্যোগ।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});