Headlines
Loading...
২০ থেকে ২৮ জানুয়ারি বর্ধমানে চতুর্থ বর্ষ মাঘ উৎসব।

২০ থেকে ২৮ জানুয়ারি বর্ধমানে চতুর্থ বর্ষ মাঘ উৎসব।




ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:আগামীকাল অর্থাৎ ২০জানুয়ারি থেকে শুরু হচ্ছে চতুর্থ বর্ষ মাঘ উৎসব। বর্ধমান টাউন হল প্রাঙ্গনে এই উৎসব চলবে ২৮ তারিখ পর্যন্ত। এবারের উৎসবের থিম লোকসঙ্গীত। উৎসব পরিচালন কমিটির সভাপতি তথা বর্ধমান পুরসভার কাউন্সিলার পরেশ সরকার জানান, এবছর উৎসবের উদ্বোধন করবেন বেলুড় রামকৃষ্ণ সারদা মঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দজী মহারাজ। যেহেতু উৎসবের থিম 'লোকসঙ্গীত' তাই এবছর মাঘ উৎসবকে সাজানো হয়েছে লোকসঙ্গীত গান দিয়ে। পরেশ বাবু জানিয়েছেন, প্রয়াত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদের স্মরণে দোহার গোষ্ঠীকেও নিয়ে আসা হচ্ছে এই উৎসব মঞ্চে। ২০ থেকে ২৮ জানুয়ারী বিভিন্ন দিনে থাকছেন নামী দামী লোকসঙ্গীত শিল্পী এবং তাদের গোষ্ঠীরা।
শুধু নামী দামী শিল্পীরাই নয়, স্থানীয় লোক শিল্পীদের সুযোগ করে দেওয়ার জন্য প্রায় ২৫০ জন স্থানীয় শিল্পী উৎসবের বিভিন্ন দিনে এই মঞ্চে থেকে দর্শকদের মনোরঞ্জন করবেন।
মাঘ উৎসবের যে শ্লোগান 'শিকড়ের টানে মাটির গানে' সেই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত এবারের উৎসবকে সাজানো হয়েছে হারিয়ে যাওয়া লোকগানকে খুঁজে পেতে। এরই পাশাপাশি যেহেতু উৎসবের দিনগুলির মধ্যেই নেতাজীর জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবস পড়ছে তাই ২৩ জানুয়ারী এই উৎসব মঞ্চেই আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা। উৎসব কমিটির পক্ষে জানানো হয়েছে এবছর উৎসবের বাজেট ১৪ লক্ষ টাকা। থাকছে ৫০টি স্টল।সেখানে ভ্রমণ সংস্থা থেকে শুরু করে থাকবে নানান পদের খাবারের স্টলও।
                                                                                                      ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});