ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দিল হ্যায় ছোটাসা / ছোটিসি আশা / মস্তি ভরি মনকি / ভোলিসি আশা / চাঁদ তারো কো / ছুঁ নেকি আশা - গল্প নয় সত্যি ৷
এখনও পর্যন্ত চারটি আন্তর্জাতিক চলচিত্র উৎসবে পেয়ে গেছেন সন্মান ৷ এবার আগামি ২৭ জানুয়ারি ৭তম কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসবে শর্ট ফ্লিম বিভাগে দেখানো হবে বর্ধমানের লোকো কলোনির ছেলে কে কে মল্লিকের নতুন ছবি 'সাইলেন্ট অনার' ৷ স্বাধীনতা আর দেশ ভক্তির ওপর ছোটদের জন্য তৈরী এই ছবি ভালো লাগবে যে কোন বয়সের মানুষের ৷ কাহিনী, চিত্রনাট্য ও প্রযোজনা কেকে মল্লিকের ৷ তবে ছবিটি পরিচালনা করেছেন কেকে মল্লিকের সমস্ত ছবির ভিডিও সম্পাদক পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ছেলে সৌভিক দাস ৷ বর্তমানে সৌভিক হায়দ্রাবাদ রামোজী ফ্লিম সিটিতে একটি নিউজ চ্যানেলের ভিডিও এডিটর হিসাবে নিযুক্ত ৷ এই দুজনের ব্যক্তিগত চেষ্টায় তাদের শর্ট ফিল্ম 'এ ভয়েস অফ সাইলেন্স ' দিল্লি বায়োস্কোপ ফিল্ম ফেস্টিভেল, মুম্বাই শর্ট ফিল্ম ফেস্টিভেল এবং গত বছর ৬ষ্ঠ কলকাতা শিশু চলচিত্র উৎসবে অফিসায়াল সিলেকশন পায় ৷ এছাড়াও এই ছবি ভারত সরকারের স্বচ্ছ ভারত শর্ট ফিল্ম প্রতিযোগিতায় 'এক্সেলেন্স' সন্মান পেয়েছে ৷
নিজে একজন দৈনিক কাগজের ক্রীড়া সাংবাদিক হিসাবে প্রতিদিনই তুলে ধরেন অনেকের সাফল্যের কাহিনী ৷ তবু নিজেকে কখনো কেকে জনসমক্ষে তুলে ধরেন নি। চেষ্টা করেননি প্রচারের সার্চ লাইটে আসতে।
ফোকাশ বেঙ্গলের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেকে জানিয়ে দিলেন তাদের ছবি কোলকাতার পর লক্ষ্নৌ আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবে দেখানো হতে চলেছে এই বছরের এপ্রিল মাসে ৷ কেকে জানিয়েছেন,তার লেখালিখির বিষয়ে পাশে পেয়েছেন তার মাকে ৷ আর বারবার বলেছেন তার সমস্ত ছবির সম্পাদক সৌভিক, সমরেন্দ্র, বুবাই, রিশি, কিংসুক,শুভরাংশুদের সহযোগিতার কথা ৷ তবে তার জীবনের আক্ষেপ, তার এই ছবি নিয়ে পাগল থাকার কথা তার বাবা জানলেও দেখে যেতে পারেননি এই টুকরো টুকরো সাফল্যগুলো ৷ ছবি নিয়ে কিছুদিন আগেই শেষ করেছেন মাষ্টার ইন ফিল্মস। তাও আবার আমেরিকার রেনডেন্স একাডেমি থেকে ৷
কেকে মল্লিক মনে করেন স্বপ্ন সত্যি হয় আপন বিশ্বাসে।