Headlines
Loading...
সরকারি কর্মচারীদের হাজিরায় ফাঁকিবাজির দিন শেষ করতে চলেছে রাজ্য সরকার

সরকারি কর্মচারীদের হাজিরায় ফাঁকিবাজির দিন শেষ করতে চলেছে রাজ্য সরকার


ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা: সরকারি কর্মচারীদের ফাঁকিবাজির দিন পাকাপাকি ভাবে শেষ করতে চলেছে রাজ্য সরকার। অনেক আগেই কর্মীদের হাজিরায় স্বচ্ছতা আনতে আঙুল ছাপ ব্যবস্থা চালু করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই পদ্ধতির ফাক গলে অনেকেই নিজেদের ইচ্ছামতো আসা যাওয়া করতো দপ্তরে বলে অভিযোগ উঠেছে। এমনকি সর্ষের মধ্যেই ভুতের মত সেই আঙ্গুল ছাপ মেশিন বিকল করে দেওয়ারও অভিযোগ পৌঁছেছে নবান্নে। তাই এবার ফাঁক বন্ধ করতে সরাসরি বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালুর উদ্যোগ নিতে চলেছে সরকার।
নবান্ন সূত্রের খবর, এই পদ্ধতির পর্যবেক্ষণের মাধ্যমে এবার থেকে তিনটি লেট হলে একটি ক্যাজুয়াল লিভ বাদ যাবে। এমনকি বেতন কাটার নিধানও শুরু হবে বায়োমেট্রিক দেখে।
উল্লেখ্য,বর্তমান সময়ে দপ্তরে হাজিরা না হলে, বা বায়োমেট্রিক মেশিনে হাজিরা না দেওয়া হলে, তার প্রভাব বেতন বা চাকরিতে পড়ে না।কিন্তু এখন থেকে হাজিরার ব্যাপারে আর কোনও আপোষ করা হবে না বলেই নবান্ন সূত্রে খবর ৷ তবে সরকারের এই উদ্যোগ এবং উদ্দেশ্য আগামীদিন কতটা সফল হয় সেটা সময় বলবে ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});