
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বার এ্যাসোসিয়েশনের প্রাক দ্বিশতবর্ষ উদযাপন শুরু হয়ে গেল। শুক্রুবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায়। এদিন তিনি বিস্ময় প্রকাশ করে বলেন আজ থেকে ২০০ বছর আগে যখন ট্রেন, প্লেন কিছুই ছিল না,এমনকি দেশে অটোমোবাইল বিপ্লবও ঘটেনি সেই সময় এই জেলায় আইনি পরিষেবার যে একটা দিক ছিল তা সত্যি অভাবনীয়। বিচারপতি বলেন, আজ অপরাধীদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিচার ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে যেখানে ১ লক্ষ ৭০ হাজার বিচারক থাকার কথা সেখানে বর্তমানে বিচারক রয়েছেন মাত্র ১৭ হাজার। যা রীতিমত খুবই কম।বর্ধমান বার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাক দ্বিশতবর্ষ উদযাপন চলবে সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে।
এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন জেলা জজ বিভাসরঞ্জন দে, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রতন কুমার গুপ্তা, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মিস পুষ্পা, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখও। হাজির ছিলেন অন্যান্য বিচারপতি সহ আইনজীবীরাও।
এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন জেলা জজ বিভাসরঞ্জন দে, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রতন কুমার গুপ্তা, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মিস পুষ্পা, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখও। হাজির ছিলেন অন্যান্য বিচারপতি সহ আইনজীবীরাও।
ছবি - সুরজ প্রসাদ
