Headlines
Loading...
বর্ধমানের ডাম্পিং গ্রাউন্ডে তাজা রক্তের প্যাকেট সহ চারটে মাথার খুলি উদ্ধার,চাঞ্চল্য।

বর্ধমানের ডাম্পিং গ্রাউন্ডে তাজা রক্তের প্যাকেট সহ চারটে মাথার খুলি উদ্ধার,চাঞ্চল্য।


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ডাম্পিং গ্রাউন্ডে ময়লা তুলতে গিয়ে চল্লিশটি তাজা রক্তের প্যাকেট সহ চারটে মাথার খুলি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমানের কালনা রোডে। শনিবার বিকেল চারটে নাগাদ জেসিবি মেশিন দিয়ে ওই ডাম্পিং গ্রাউন্ডের মাটি কেটে সমান করার কাজ চলছিল। সেই সময় জেসিবি মেশিনের চালকের চোখে পড়ে হাসপাতালের বর্জ্য পদার্থ,সিরিঞ্জ, সূচের পাশাপাশি আগামী মে মাসে মেয়াদ উত্তীর্ণ হবে এরকম প্রায় ৪০টি রক্তের প্যাকেট ও চারটে মাথার খুলি। চালক বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় পার্টি অফিসে জানালে ছুটে আসে স্থানীয় লোকজনও। খবর যায় পুলিশে। পুলিশ এসে মাথার খুলি অন্যান্য জিনিসপত্রগুলি উদ্ধার করে। কিভাবে মেয়াদ না ফুরানো রক্ত এই ডাম্পিং গ্রাউন্ডে এল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। 
স্থানীয় বাসিন্দা সেখ রকি জানান, দীর্ঘদিন আগেই হাসপাতালের বিভিন্ন বর্জ্য পদার্থ এই ডাম্পিং গ্রাউণ্ডে ফেলা নিষিদ্ধ হয়েছিল।কিন্তু তা শোনা হয়নি।এই খুলি ও রক্ত হাসপাতাল থেকেই যে এসেছে তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বর্ধমান হাসপাতাল সহ নার্সিংহোমের বিভিন্ন বর্জ্য পদার্থ সিরিঞ্জ, সূচ প্রভৃতি খোদ রাস্তার ওপরই ফেলে দেওয়া নিয়ে এলাকাবাসীর তীব্র আপত্তির জেরে পুরসভা দুটি জেসিবি মেশিন দিয়ে ভাগাড়ের ময়লাকে সরিয়ে
ফেলার কাজ শুরু হয়। যা এদিনও চলছিল।


এব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, কিভাবে ওই তাজা রক্তের প্যাকেটগুলি ওখানে গেল তা নিয়ে খোঁজ নেওয়া হবে। তিনি জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন জায়গাতেও রক্ত দেওয়া হয়। এছাড়া বেসরকারীভাবেও অনেক ব্লাড ব্যাঙ্ক রয়েছে। স্বাভাবিকভাবেই কোথা থেকে ওই রক্তের পাউচ গেল তা তদন্ত করে দেখা হবে। তিনি জানান, প্রতিটি রক্তের পাউচেই নির্দিষ্ট কিছু চিহ্ন এবং নাম্বার থাকে যা দেখে বোঝা সম্ভব ওই রক্তের পাউচ কোথা থেকে এসেছে এবং কাদের নামে তা বরাদ্দ করা হয়েছিল। তিনি জানান, এব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
                                                                                                      ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});