Headlines
Loading...
অবশেষে ট্রাভেল ইউনিয়নগুলির দাবি মেনে কাজে শুরু করলো আন্দামান প্রশাসন।

অবশেষে ট্রাভেল ইউনিয়নগুলির দাবি মেনে কাজে শুরু করলো আন্দামান প্রশাসন।

সুব্রত চক্রবর্তী,হ্যাভলক: অবশেষে ট্রাভেল ইউনিয়নগুলির দাবি মেনে নেওয়ার ২ দিনের মধ্যেই আন্দামান দ্বীপপুঞ্জের হ্যাভলকের উন্নয়নের কাজে শুরু করলো আন্দামান প্রশাসন।
গত রবিবার সকালে আন্দামান প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিক ট্রাভেল ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৩ মাস এর মধ্যে ট্রাভেল ইউনিয়নের দাবি মেনে, এবং সাধারণ মানুষের স্বার্থে সমস্ত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হবে। এই মর্মে প্রশাসনের পক্ষ থেকে একটি লিখিতও দেওয়া হয়। এর পরেই রবিবার সন্ধ্যা থেকে চারটি ট্রাভেল ইউনিয়নের মালিক সংগঠন কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। সোমবার সকালে পুনরায় স্বাভাবিক হয় হ্যভলক দীপপুঞ্জ। 

যদিও প্রশাসনের নির্ধারিত ৩মাস সময়সীমার পূর্বেই মঙ্গলবার থেকে শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বিচের পার্কিং জোনের জন্য প্রাথমিক পর্যায়ে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন। স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় সকলেই।
এছাড়াও পর্যটকদের সুবিধার্থে পোর্টব্লেয়ার থেকে চারটি নতুন এস. টি. এস বাস নিয়ে আসা হয়েছে বলেও  স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এখন দেখার, কত দ্রুত প্রশাসন তাদের প্রস্তাবিত কর্মসূচি শেষ করে উঠতে পারে।

উল্লেখ্য,গত শুক্রুবার সকাল থেকে কার্যত অচল হয়ে পরেছিলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক আইসল্যান্ড। স্পীড বোর্ড অ্যসোসিয়েশন, হ্যাভলক ৪ উইলার অ্যসোসিয়েশন এবং অটো ইউনিয়ন এর ডাকে হ্যাভলক জেটিতে অ্যসোসিয়েশনগুলির  চালক ও কর্মকর্তারা বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভে বসে। ফলে সমস্যায় পড়েছিলেন হাজার হাজার পর্যটক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});