ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: 'বাংলার মন্দির টেরাকোটা ও বর্ধমান' শীর্ষক একটি জাতীয় স্তরের আলোচনা অনুষ্ঠিত হল 'বর্ধমান ইতিহাস সন্ধান' (সৌরভ) সংস্থার পক্ষ থেকে। বুধবারের এই আলোচনা সভার সহযোগিতায় ছিল বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজ ও কোলকাতার ইষ্টার্ন ইন্ডিয়া সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ এন্ড ট্রেনিং। এদিনের আলোচনা চক্রে যোগ দেন ইতিহাস গবেষক গৌতম সেনগুপ্ত , যজ্ঞেশ্বর চৌধুরী,শ্রীলা বসু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুন্সি আজিমবর রহমান অসীম পোড়েল ও অভিজিৎ মান্না। এছাড়াও ছিলেন বর্ধমান ইতিহাস গবেষক গিরিধারী সরকার। আলোচনাটি অনুষ্ঠিত হয় বর্ধমান মহিলা মহাবিদ্যালয়ে।