ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অবশেষে শুক্রবার বর্ধমান সদর থানার নাড়ীগ্রাম বাগপাড়ায় নাবালিকার বিয়ে রদ করলেন প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবারই নাবালিকা বিয়ের খবর প্রশাসনকে জানিয়ে ছিল নাড়ী শান্তনু ঘোষ মেমোরিয়াল হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা। কিন্তু কেবলমাত্র গাড়ি আর লোকবল না থাকার কারণে চাইল্ড লাইন কর্তৃপক্ষ বৃহস্পতিবার ওই নাবালিকার বাড়ি যেতে পারেনি। তা নিয়ে রীতিমতো শোরগোল হয় প্রশাসনিক মহলে। যদিও চাইল্ড লাইনের আধিকারিক মহুয়া ভূঁই গতকালই জানিয়েছিলেন শুক্রুবার নাবালিকার বাড়ি তারা যাবেন। এরপরই শুক্রবার চাইল্ড লাইনের প্রতিনিধি, পুলিশ এবং জেলা আইনী পরিষেবা কেন্দ্রের প্রতিনিধিরা গিয়ে ওই নাবালিকার বিয়ে রদ করলেন।
প্রসঙ্গত আগামী ৪ ফেব্রুয়ারী নাবালিকাটির বিয়ে ঠিক করে ছিল তার পরিবার। এদিন বর্ধমান ১নং ব্লকের বিডিও দেবদুলাল বিশ্বাসের উদ্যোগে প্রতিনিধিরা ওই নাবালিকার অভিভাবকদের সঙ্গে কথা বলেন। ওই নাবালিকার বাবা মুচলেখা দিয়ে জানিয়েও দেন ১৮ বছরের আগে তিনি তার মেয়ের বিয়ে দেবেন না।
প্রসঙ্গত আগামী ৪ ফেব্রুয়ারী নাবালিকাটির বিয়ে ঠিক করে ছিল তার পরিবার। এদিন বর্ধমান ১নং ব্লকের বিডিও দেবদুলাল বিশ্বাসের উদ্যোগে প্রতিনিধিরা ওই নাবালিকার অভিভাবকদের সঙ্গে কথা বলেন। ওই নাবালিকার বাবা মুচলেখা দিয়ে জানিয়েও দেন ১৮ বছরের আগে তিনি তার মেয়ের বিয়ে দেবেন না।

