Headlines
Loading...
ননদকে খুনের দায়ে বৌদির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ বর্ধমান আদালতের।

ননদকে খুনের দায়ে বৌদির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ বর্ধমান আদালতের।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ননদকে খুন করার দায়ে বৌদির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। সাজাপ্রাপ্ত বৌদির নাম মাধবী দাস। বুধবার বর্ধমান আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌমেন্দ্র কুমার দাস ননদ খুনে দোষী সাব্যস্ত মাধবী দাসের যাবজ্জীবন সশ্রম কারাবাস এবং ৫ হাজার টাকা আর্থিক জরিমানা ধার্য করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ১ বছর কারাবাসের রায় দেন। মামলার সরকারী আইনজীবী উদয়শংকর কোনার জানান, ২০১৪ সালের ১৮ জুলাই ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারী থানার মণ্ডলগ্রামের পশ্চিম দাস পাড়ায়। মাকে ঠিকমত দেখভাল না করাকে কেন্দ্র করে স্বামী বিশ্বনাথ দাসের সঙ্গে স্ত্রী মাধবী দাসের মত পার্থক্য চলছিলই। ঘটনার দিন সকাল ১১ টার সময় বাড়ির উঠানে খড়়ের আঁটি গোছানার সময় লতিকা দাসকে মাধবী দাস বটি দিয়ে দুটি পায়ে কোপায়। প্রচণ্ড রক্তক্ষরণে লতিকা দাসের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতার বড় ছেলে বাপন দাসের অভিযোগের পরিপেক্ষিতে মেমারী থানার পুলিশ মাধবী দাস এবং তার স্বামী বিশ্বনাথ দাসকে গ্রেপ্তার করে। প্রমাণ অভাবে বিচারক বিশ্বনাথ দাসকে বেকসুর খালাসের নির্দেশ দেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী রামগোপাল মজুমদার জানান এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ ন্যায়ালয়ে যাবেন। রায়ে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। তাই তারা হাইকোর্টে যাচ্ছেন
                                                                                                                     ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});