ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বুধবার অভিনব উদ্যোগ নিল বর্ধমান হাই মাদ্রাসার কন্যাশ্রী মেয়েরা। বর্ধমান স্টেশন চত্বরে প্রায় ২০০ জন দুঃস্থদের হাতে কন্যাশ্রী মেয়েরা তুলে দিলেন শীতবস্ত্র। এতদিন নাবালিকা বিয়ে রোখার ক্ষেত্রেই কন্যাশ্রীর মেয়েদের নাম উঠে এসেছিল। এরই পাশাপাশি কিছু সামাজিক প্রচার কাজেও এগিয়ে এসেছে কন্যাশ্রীর মেয়েরা। কিন্তু বুধবার বর্ধমান ষ্টেশন চত্বরে বর্ধমান হাই মাদ্রাসার কন্যাশ্রীর মেয়েরা ২০০ জনের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। তুলে দেওয়া হল ৪০জনের হাতে কম্বলও। কন্যাশ্রীর মেয়েরা জানিয়েছে, শীতে দুঃস্থরা কষ্ট পায়। তার জন্যই বর্ধমান হাই মাদ্রাসার মেয়েরা ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি থেকে সংগ্রহ করেছেন পুরনো বিভিন্ন শীতবস্ত্র। এদিন সেগুলিই তুলে দেওয়া হয়েছে দুঃস্থদের হাতে। একইসঙ্গে এদিন মাদ্রাসার শিক্ষকদের দেওয়া ৪০টি কম্বলও তুলে দেওয়া হয় দুঃস্থদের হাতে। উপস্থিত ছিলেন বর্ধমান হাই মাদ্রাসার শিক্ষক,শিক্ষাকর্মী সহ জেলা পরিবহন আধিকারিক আব্রার আলম প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিগন।
ছবি - সুরজ প্রসাদ