Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলার কন্যাশ্রী মেয়েরা বাল্যবিবাহ রোধে নজির সৃষ্টি করলো। উঠছে প্রশ্নও।

পূর্ব বর্ধমান জেলার কন্যাশ্রী মেয়েরা বাল্যবিবাহ রোধে নজির সৃষ্টি করলো। উঠছে প্রশ্নও।


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:বাল্য বিবাহ রোধে প্রশংসনীয় ভূমিকা পালন করলো পূর্ব বর্ধমান জেলার কন্যাশ্রী মেয়েরা। জেলা সর্বশিক্ষা প্রকল্প আধিকারিক শারদ্বতি চৌধুরী জানিয়েছেন,চলতি বছরের ১৭জুলাই থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই জেলায় ১১৬টি বাল্য বিবাহ আটকেছে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা।যার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠেছে বাল্য বিবাহ রোধে কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও কেন কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দেবার প্রবণতা কমছে না। তাহলে কি সমাজের সব জায়গায় এই প্রচারের ব্যাপকতা ঠিকঠাক পৌঁছনো যাচ্ছে না? না কি  স্থানীয় প্রশাসনের কোনো গাফিলতি থেকে যাচ্ছে?
উল্লেখ্য,কেন্দ্র সরকার মেয়েদের সুনিশ্চিত জীবনের জন্য চালু করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। বাংলায় রাজ্য সরকার চালু করেছেন কন্যাশ্রী প্রকল্প। যা ইতিমধ্যেই বিশ্বে প্রশংসিতও হয়েছে। মেয়েদের বাল্যবিবাহ রোধে জেলায় জেলায় প্রতিটি স্কুলে স্কুলে তৈরী করা হয়েছে কন্যাশ্রী ক্লাব। এই ক্লাবের মেয়েদের বাল্য বিবাহ রোধে প্রশিক্ষণ দিয়ে তাদের কি কি করণীয় সে সম্পর্কে জানানোও হয়েছে। এই কন্যাশ্রী ক্লাব তৈরী করার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রীতিমত সুফলও মিলেছে। তবু প্রশাসনের প্রচার,নির্দিশিকা,সতর্কীকরণ উপেক্ষা করে সমাজের বুকে এখনও প্রায়ই ঘটে চলেছে বাল্য বিবাহের ঘটনা। যা নিয়ে প্রশাসনও উদ্বিগ্ন।  

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});