Headlines
Loading...

ফোকাস বেঙ্গল ডেস্ক,নদীয়া:পথ দূর্ঘটনায় রাশ টানতে গত বছরের জুলাই থেকেই রাজ্য জুড়ে 'সেফ লাইফ সেভ ড্রাইভ' কর্মসূচির প্রচার চলছে। মোটর বাইক ও আরোহিদের হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতন করতে এবং দূর্ঘটনা এড়াতে নদীয়া জেলার শান্তিপুর পাবলিক স্কুলে বৃহস্পতিবার দুপুরে একটি পথনাটিকার আয়োজন করে।৩৪ নং জাতীয় সড়কের ধারে স্কুলের কচিকাঁচাদের অভিনীত এই নাটক দেখতে ভিড় করেন বেশ কয়েকশো মানুষ।
স্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধা খান বলেন,এটি একটি সামাজিক কাজ।সাধারন মানুষ ও মোটর বাইক চালক এমনকি স্কুলের বাচ্চাদেরও এই নাটক আজ এক নতুন চিন্তার বীজ বপন করবে। সকলের মধ্যে একটি শিশু চরিত্র উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।যে বাবার মোটরসাইকেলে স্কুলে যেতে রাজি নয়,কারন বাবা ড্রাইভ করার সময় হেলমেট ব্যবহার করে না। উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে সে বলতে পারে" বাপি শুধু তোমার নয়, আমারও একটি হেলমেট লাগবে" ।
উপস্থিত এক প্রবীন ব্যক্তি বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী প্রকল্পকে বিশ্ব দরবারে হাজির করেছেন,আশা করছি এই প্রকল্পটিও খুব তাড়াতড়ি সেই জায়গায় পৌঁছাবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});