Headlines
Loading...
বর্ধমানে কংগ্রেসের মানবাধিকার সেলের সভা।

বর্ধমানে কংগ্রেসের মানবাধিকার সেলের সভা।




ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের মানবাধিকার সেলের উদ্যোগে মঙ্গলবার কার্জন গেটের সামনে কেন্দ্র ও রাজ্যের একাধিক জনবিরোধী কর্মসূচীর প্রতিবাদে পথসভা করা হল। সভায় জেলা নেতা সুদীপ মজুমদার জানান, রাজ্যে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে।একদিকে যেমন বিজেপি জায়গায় জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কর্মীদের ওপর লাগাতার অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর এর কারণ পশ্চিমবাংলায় কংগ্রেস কর্মীরা কার্যত নেতৃত্বহীনতায় ভুগছেন।
এদিনের সভায় হাজির ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ সর্দার আমজাদ আলি, রাজ্য যুব কংগ্রেস নেতা রোহন মিত্র, প্রদেশ কংগ্রেসের সদস্য পার্থপ্রতীম বিশ্বাস সহ কংগ্রেসের জেলা নেতা বোরসেদ আলি, লক্ষ্মী নায়েক, চঞ্চল মণ্ডল প্রমুখ।
সুদীপবাবু জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসেই বর্ধমানে কংগ্রেসের মানবাধিকার সেলের উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে হাজির থাকবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র।মূলত আগামী দিনে সৌমেন মিত্রের হাত ধরে কংগ্রেসের আন্দোলন সংগঠিত করতে চাইছেন জেলার এক ঝাঁক কংগ্রেস নেতা কর্মী বলে সুদীপ বাবু জানান।
                                                                                                                   ছবি - সুরজ প্রসাদ 




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});